প্রথম সেঞ্চুরি পরিবারকে উৎসর্গ করলেন মিরাজ
দেশের জার্সিতে বেশ কয়েক বছর ধরে খেলছেন মেহেদী হাসান মিরাজ। তবে টেস্ট অভিষেকের প্রায় সাড়ে চার বছর পর পেলেন ক্যারিয়ারের সেরা সাফল্য। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন তিনি। আর এই সেঞ্চুরিটি নিজের পরিবারকে উৎসর্গ করলেন এই স্পিন অলরাউন্ডার।
২০১৬ সালে বাংলাদেশের জার্সিতে টেস্ট অভিষেক হয়েছিল মিরাজের। এরপর ২২ ম্যাচে ৪২ ইনিংস খেলে ফেলেছিলেন, কিন্তু সেঞ্চুরি পাচ্ছিলেন না তিনি। দীর্ঘদিন পর এবার শতক পাওয়ার উচ্ছ্বাসে ভাসলেন এই অলরাউন্ডার। আজ বৃহস্পতিবার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন মিরাজ।
টপ অর্ডারে ব্যাট করতে নেমে মুমিনুল হক, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তরা যা পারেননি, আট নম্বরে ব্যাট করতে নেমে সেটা করে দেখিয়েছেন মিরাজ। নিজের ২৩তম টেস্টে এই সাফল্য পেলেন তিনি। সব মিলে ১৬৮ বলে খেলেছেন ১০৩ রানের ইনিংস। ইনিংসটি সাজানো ছিল ১৩ বাউন্ডারি দিয়ে।
ম্যাচ শেষে নিজের সেঞ্চুরি পরিবারকে উৎসর্গ করে মিরাজ বলেন, ‘অবশ্যই পরিবারের সব সদস্যকে সেঞ্চুরিটি উৎসর্গ করতে চাই। মা-বাবা আমার জন্য দোয়া করেন। আমার স্ত্রী আছে, ছোট বাবু আছে। আমার স্ত্রী বাবুকে বলে, বাবাকে দোয়া করে দাও। একটুকু বাচ্চা সে কি বুঝে তাও তাকে দোয়া করতে বলা হয়। পরিবার সব সময়ই আমার জন্য দোয়া করে। তাই এটা তাদের জন্য।’
মিরাজ আরো বলেন, ‘একটা জিনিস দেখেন আমি যখন শুরু করেছি, তখন আমি হয়তো ভালো ব্যাটিং করতে পারছিলাম না। কিন্তু আমি আস্তে আস্তে চেষ্টা করেছি নিজেকে যতটুকু উন্নত করার জন্য। আমি মনে করি, গত কয়েকদিনে যা কাজ করেছি, তা অনেক ভালো হয়েছে, সেটার জন্য হয়তো আজকের ব্যাটিংটা ভালো হয়েছে।’
২০১৮ সালের নভেম্বরের পর এই প্রথম টেস্টে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন মিরাজ। আর এই ইনিংসকেই রূপ দিলেন শতকে। মিরাজের আগের সর্বোচ্চ ইনিংস হলো ৬৮, জিম্বাবুয়ের বিপক্ষে। তারও আগে ২০১৭ সালে হায়দরাবাদে ভারতের বিপক্ষে করেন ৫১ রান। ওই ইনিংস ছিল তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। এ ছাড়া গত ১২ ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ছিল ৩৮। দীর্ঘদিন পর ঘরের মাঠেই অন্যরূপে দেখা দিলেন এই অলরাউন্ডার। তাঁর ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪৩০ রান করে বাংলাদেশ।