মাত্র ২৬ বছর বয়সে বার্সেলোনার সাবেক ফুটবলারের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/05/15/barsa.jpg)
ম্যাক্সি রোলন, যিনি ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত বার্সেলোনার যুব একাডেমিতে খেলেছিলেন। আর্জেন্টিনার রোজারিওতে একটি গাড়ি দুর্ঘটনায় মাত্র ২৬ বছর বয়সে মারা গেছেন তিনি।
মার্কার খবরে জানা গেছে, রোলনের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। রোলন এবং তাঁর ভাই এরিয়েল এতে মারা যান।
বার্সেলোনা টুইট করে জানায়, ‘বার্সেলোনার যুব ফুটবলার ম্যাক্সি রোলনের মৃত্যুতে আমরা মর্মাহত। আমরা গভীর সমবেদনা জানাই এবং তার পরিবারকে পূর্ণ সমর্থন জানাই। শান্তিতে থাকুন। সে ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত বার্সার হয়ে খেলেছে।’
রোলন ১০ বছর বয়সে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন। জানুয়ারি ২০১৬ পর্যন্ত এই ক্লাবে ছিলেন। এর পর তাঁর চুক্তি বাতিল করা হয়।
বার্সেলোনা ‘বি’ দলে খেলার আগে এই উইঙ্গার বয়সভিত্তক সব দলে খেলেছিলেন। ক্লাবে তাঁর সেরা মুহূর্তটি ছিল যখন তিনি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে লিগ ও উয়েফা যুব লিগ জিতেছিলেন।