মোশাররফ রুবেলের কবর স্থায়ীকরণ হচ্ছে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/04/24/sports_0.jpg)
সদ্য প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের স্ত্রী ফারহানা রহমান চৈতি সম্প্রতি স্বামীর কবরকে স্থায়ীকরণের আকুল আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী বরাবর। বনানীর কবরস্থানে দাফন করা হয় রুবেলকে। গত শুক্রবার ফারহানা রহমান চৈতি রুবেলের কবর জিয়ারত করতে গিয়ে এই আবেদন জানিয়েছিলেন।
মোশাররফ রুবেলের কবর স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। রুবেলের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম।
রুবেলের স্ত্রীর মৌখিক আবেদনের প্রেক্ষিতে মেয়র সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে এই নির্দেশ দেন।
মোশাররফ রুবেলের স্ত্রী ফারহানা রহমান চৈতি সম্প্রতি সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা আর কোনো চাওয়া নেই, প্রধানমনন্ত্রীর কাছে আকুল আবেদন, আমার রুবেলের কবর যেন স্থায়ী করা হয়। শুধু এটুকুই চাওয়া।’
গত ১৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল। তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। প্রায় তিন বছর ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন তিনি। জটিল চিকিৎসাব্যবস্থায় শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন। শেষ পর্যন্ত লড়াইয়ে হেরে যান তিনি।