রুবেলের কবর সংরক্ষণের অনুমোদন দিয়ে পরিবারকে চিঠি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/27/rubal-1.jpg)
গত ১৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। প্রায় তিন বছর ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন তিনি। জটিল চিকিৎসাব্যবস্থায় শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন। শেষ পর্যন্ত লড়াইয়ে হেরে যান তিনি।
সেই সময় রুবেলের স্ত্রী ফারহানা রহমান চৈতি স্বামীর কবর স্থায়ী করার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী বরাবর। বনানীর কবরস্থানে দাফন করা হয় রুবেলকে।
তাই রুবেলের কবর স্থায়ী করার সিদ্ধান্ত নেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। রুবেলের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছিলেন উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম। মেয়র সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে এই নির্দেশ দেন তিনি।
এবার রুবেলের কবর সংরক্ষণের অনুমোদন দিয়ে চিঠি পরিবারের কাছে তুলে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। আজ বুধবার দুপুরে রুবেলের পরিবারের কাছে হস্তান্তর করেন মেয়র আতিকুল ইসলাম। প্রয়াত ক্রিকেটারের স্ত্রী ফারহানা রহমান চৈতি চিঠি গ্রহণ করেন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/07/27/rubal-2.jpg)
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র বলেন, ‘প্রয়াত ক্রিকেটার রুবেল জাতীয় দলের খেলোয়াড় ছিলেন এটাই তার সবচেয়ে বড় পরিচয়। রুবেল ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। দায়িত্ববোধ থেকেই দ্রুত সময়ে স্থায়ীভাবে রুবেলের কবরটি সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়। তিনি জাতীয় দলের খেলোয়াড় ছিলেন।’
মেয়র আরও বলেন, 'আমরা সবাই জানি প্রধানমন্ত্রী খেলা প্রিয় মানুষ। খেলোয়াড়দের যেকোনো সমস্যা উনি খুব গুরুত্বসহকারে দেখেন। রুবেলের পরিবার প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়েছিলেন কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের। সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ে আমরা কাজটি শেষ করেছি।’