শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অ্যাগার
সাইড স্ট্রেন ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন অ্যাস্টন অ্যাগার। জন হল্যান্ড ইনজুরিতে থাকা সত্ত্বেও তাঁকে দলে রাখা হয়েছে। তিন সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডেতে চোট পান অ্যাগার।
অ্যাগার বছরের শুরুতে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে একটি ম্যাচেও খেলতে পারেননি। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ১০ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।
আগামী শুক্রবার গলে শুরু হচ্ছে সিরিজের শেষ টেস্ট। আজ শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তা নিশ্চিত করেছে।
তিনি ২০১৭ সালে বাংলাদেশ সফরে সবশেষ টেস্ট খেলেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টেও খেলতে পারেননি তিনি।
প্রথম টেস্টে স্পিনাররা ভালো করেন। তাই ন্যাথান লায়ন, সোয়েপসন ও হল্যান্ডের সঙ্গে একজন পেসার দলে নিতে পারে অস্ট্রেলিয়া।