ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিনের মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা

অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যবহৃত সরঞ্জাম এখন দুস্প্রাপ্য। ইতহাসগড়া এই ক্রিকেটারের ব্যবহৃত একটি স্মারক নতুন প্রজন্মের কাছে প্রদর্শনের ব্যবস্থা করেছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর। সেটিও একটি ব্যাগি গ্রিন ক্যাপ। যেটি পড়ে কিংবদন্তি এই ক্রিকেটার ১৯৪৬-৪৭ সালে অ্যাসেজে অসিদের নেতৃত্ব দিয়েছেন।
অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ ডন ব্র্যাডম্যানের ক্যাপটি কিনেছে ৪ লাখ ৩৮ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে (প্রায় ২ লাখ ৮৬ হাজার ৭০০ মার্কিন ডলার)। বাংলাদেশি মুদ্রায় এটির দাম প্রায় ৩ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার টাকা। ক্যাপটি কেনার জন্য অস্ট্রেলিয়ান ফেডারেল সরকার অর্ধেক অর্থ প্রদান করেছে।
১৯৪৬-৪৭ সালের অ্যাশেজে এই ব্যাগি গ্রিন ক্যাপটি পড়ে অসিদের নেতেৃত্ব দেন ডন ব্র্যাডম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার মাঠে নেমে ৫ ম্যাচের টেস্ট সিরিজটিতে ৩-০ ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া। সিরিজে ৮ ইনিংসে ৯৭.১৪ গড়ে সর্বোচ্চ ৬৮০ রান করেন ব্র্যাডম্যান। ইতিহাসের সেরা টেস্ট ব্যাটারের টুপিটি এখন অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরে জায়গা করে নিয়েছে।
অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক জনিয়েছেন ক্যাপটি কেনার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের জন্য জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ সংরক্ষণ করা হলো। তিনি বলেন, ‘আপনি খুব কম অস্ট্রেলিয়ান খুঁজে পাবেন, যিনি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম শোনেননি। তিনি সম্ভবত সর্বকালের সেরা ক্রিকেটার। এখন তাঁর একটি আইকনিক ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরে থাকবে। ফলে দর্শনার্থীরা কাছ থেকে দেখতে পারবেন এবং আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তুলতে পারবেন।’
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো একটি প্রতিবেদনে জানিয়েছে, ব্র্যাডমানের ১১টি ব্যাগি গ্রিন এখনো অবশিষ্ট আছে। এর মধ্যে একটি রয়েছে অস্ট্রেলিয়ার ক্রীড়া জাদুঘরে। আরেকটি এটি এবং বাকি ৯টি রয়েছে ব্যক্তিগত সংগ্রহশালায়।
জাতীয় জাদুঘরের পরিচালক ক্যাথরিন ম্যাকমাহন বলেন, ‘স্যার ডোনাল্ডের ব্যাগি গ্রিন শুধু অস্ট্রেলিয়ার সবচেয়ে বিখ্যাত ব্যাটসম্যানের জীবনের প্রতীক নয়, এটি সেই সময়ের কথা বলে যখন ক্রীড়া নায়কেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কষ্ট আর বেদনার পরে অস্ট্রেলিয়ানদের নতুন আশার আলো দেখিয়েছিলেন।’
ক্যাথরিন ম্যাকমাহন আরও বলেন, ‘এই জাতীয় সম্পদটি এখন অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরে স্থান পেয়েছে। যা সবার জন্য উন্মুক্ত থাকবে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।’
বর্তমানে ক্যাপটি প্রদর্শিত হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরে সম্প্রতি নির্মিত ল্যান্ডমার্কস গ্যালারিতে। এই গ্যালারিতে অস্ট্রেলিয়ার ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর স্মারক রাখা আছে।
ব্র্যাডম্যান ১৯২৮ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট খেলে ৮০ ইনিংসে রান করেছেন ৬৯৯৬। ৯ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ১৩টি হাফসেঞ্চুরি। টেস্ট ইতিহাসের কিংবদন্তি এই ব্যাটারের ব্যাটিংগড় ৯৯.৯৪।