সহজ জয়ে বার্সার আরও কাছে রিয়াল মাদ্রিদ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/04/23/342530248_2449956895180442_719098723747361981_n.jpg)
চলতি লা লিগায় এখনো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। তবে বার্সার পিছু ছুটছে রিয়াল মাদ্রিদও। গেল রাতে সেল্তা ভিগোর বিপক্ষে সহজ জয় নিয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান আরও কমাল রিয়াল মাদ্রিদ।
গতকাল শনিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে লা লিগায় সেল্তা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। দলের জয়ের ম্যাচে গোল করেছেন মার্কো অ্যাসেনসিও ও মিলিতাও।
সান্তিয়াগো বার্নাব্যুতে শুধু জয় নয় পুরো ম্যাচেই দাপট ধরে রাখে রিয়াল। নিজেদের মাঠে ৬৬ভাগ সময় বল দখলে রেখে ১৭বার আক্রমণে যায় রিয়াল। যার মধ্যে পাঁচটি ছিল অনটার্গেট শট। অন্যদিকে ৩৪ ভাগ সময় বল পেয়ে আক্রমণে গেলেও থিবো কোর্তায়ার দেয়াল ভাঙতে পারেনি সেল্তা ভিগো।
ম্যাচের ৪২ মিনিটে গোলের দেখা পেয়ে যায় রিয়াল। প্রতিপক্ষের পেনাল্টি স্পটের কাছ থেকে বাঁ পায়ের দারুণ শটে জাল খুঁজে নেন অ্যাসেনসিও।
কিছুক্ষণ পরই আসে দ্বিতীয় গোল। ৪৮তম মিনিটে গোলটি করেন মিলিতাও। অবশ্য এখানেও অবদান ছিল অ্যাসেনসিওর। তার কর্নারে ডি-বক্সে অনেকটা লাফিয়ে হেডে গোলটি করেন মিলিতাও। এই ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
এই জয়ে ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। একে থাকা বার্সা এক ম্যাচ কম খেলেছে। ৭৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে বার্সেলোনা।