সাফ নারী ফুটবল
প্রথমার্ধে ১-১ গোলে সমতায় বাংলাদেশ-ভারত

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে দারুণ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আসরের সেমিফাইনালে সে ধারাবাহিকতা ধরে রেখেছিল তারা। শেষ চারের ম্যাচে মালদ্বীপকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল সাবিনা-স্বপ্নারা। ফাইনালে স্বাগতিক ভারতের সঙ্গেও দারুণ লড়াই করছে বাংলাদেশ দল।
বুধবার ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের প্রথমার্ধ শেষে খেলা ১-১ গোলে সমতায় রয়েছে। ম্যাচের ১৪ মিনিটের মধ্যেই ভারত এগিয়ে যায়। বাংলাদেশ ৩৭ মিনিটে খেলায় সমতা নিয়ে আসে।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে জিতেছিল আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে সাবিনার দল। আর সেমিতে মালদ্বীপকে একরকম উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে বাংলাদেশ।
আসরে এবারই প্রথম ফাইনালে উঠেছে বাংলাদেশ। এর আগে শেষ চারে খেলেই বিদায় নিতে হতো তাদের।