একই দিনে হার-ড্র-জয় সবই হয়েছে!

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্য চোখে পড়ার মতো। জাপানের ওসাকায় জে গ্রিন সাকাই ফুটবল টুর্নামেন্টেও সে ধারাবাহিকতা অব্যাহত রেখেছে তারা। আসরের প্রথম দিনে কৃষ্ণারা ভালো খেলা উপহার দিয়েছে ঠিক, কিন্তু একই দিনে হার-ড্র-জয় সবই দেখেছে তারা।
বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের দিনের শুরুটা হয়েছে ড্র দিয়ে। এসি ইমাবারির সঙ্গে ম্যাচটি গোলশূন্য ড্র করে তারা। অবশ্য শামসুন্নাহার একটি পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি।
সেরেজো ওসাকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ দল। এই দলটি জাপানের অনূর্ধ্ব-১৫ আঞ্চলিক চ্যাম্পিয়ন। তা ছাড়া এই দলে জাপান অনূর্ধ্ব-১৫ জাতীয় দলেরই পাঁচ খেলোয়াড় রয়েছে।
দিনের শেষটা অবশ্য দারুণ হয়েছে বাংলাদেশের মেয়েদের। নাগোয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা। অবশ্য পাঁচ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ২৪ মিনিটে স্বপ্নার গোলে খেলার সমতায় ফেরে তারা। আট মিনিট পর দলের গোল ব্যবধানও দ্বিগুণ করে সে। আগামীকাল রোববার গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।