ওয়াটফোর্ডের কাছে আর্সেনালের হার

এ যেন গত বছরের এফএ কাপের কোয়ার্টার ফাইনালের পুনঃদৃশ্যায়ন। আর্সেনালের ঘরের মাঠ এমিরেটসে সেবারও দুই গোলে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতেছিল ওয়াটফোর্ড। গতকাল বুধবারও এমিরেটসে ২-১ গোলেই জিতল ওয়াটফোর্ড।
গতবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে এই ওয়াটফোর্ডের কাছে হেরে বিদায় নেয় আর্সেনাল। কাল প্রিমিয়ার লিগের খেলায় আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি।
আর্সেনাল হেরে যাওয়ায় লাভ হয়েছে টটেনহ্যামের। ২৩ ম্যাচে দুই দলেরই পয়েন্ট সমান ৪৭। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম।
এমিরেটসে ম্যাচের দশম মিনিটেই পিছিয়ে পড়ে আর্সেনাল। ফরাসি ডিফেন্ডার ইয়ংস কাবুলের শট অ্যারন র্যামজির পায়ে লেগে আর্সেনালের জালে জড়িয়ে যায়। এর তিন মিনিট পর আবার গোল পায় ওয়াটফোর্ড। প্রায় একক প্রচেষ্টায় আর্সেনাল ডি-বক্সে ঢুকে যান এচিয়েন কাপু। পিওতর চেক দারুণ দক্ষতায় শট ফিরিয়ে দিলেও ফিরতি বল পেয়ে ব্যবধানটা দ্বিগুণ করেন ডিনি।
দুই গোলে পিছিয়ে থেকে আক্রমণের হার বাড়িয়ে দেয় স্বাগতিকরা। তবে প্রথমার্ধে আবার গোল খেতে পারত আর্সেনাল। বিরতির খানিক আগে পিওতর চেকের নৈপুণ্যে বেঁচে যায় গানাররা। দুই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল। বিরতি থেকে ফিরেই স্বরূপে ফেরে স্বাগতিকরা।
ওজিল-সানচেজরা কাঁপিয়ে তোলে ওয়াটফোর্ডের রক্ষণভাগ। ৫৮তম মিনিটে গোল পায় আর্সেনাল। অ্যালেক্সিস সানচেজের বাড়ানো বলে গোল করেন আইওবি। এর পর আর গোল পায়নি আর্সেনাল। তবে পুরো খেলায় গোলের কমপক্ষে চারটি সহজ সুযোগ মিস করেছেন ওজিলরা। ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রথম আর্সেনালকে হারাল ওয়াটফোর্ড।