মালয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র বাংলাদেশের

আগামী মাসে বিশ্বকাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। সেটারই প্রস্তুতি হিসেবে মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল লাল-সবুজের দল। জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়াতে না পারলেও হতাশ হতে হয়নি বাংলাদেশের ফুটবলারদের। মালয়েশিয়ার মাটিতে তাদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।
আগামী ৩ সেপ্টেম্বর পার্থে বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে জাতীয় ফুটবল দল। গত জুনে তারা খেলেছে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই দুই ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হেরে যাওয়ার পর তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। এবার বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের শক্তিশালী প্রতিপক্ষ চারটি বিশ্বকাপে অংশ নেওয়া অস্ট্রেলিয়া। মালয়েশিয়ার বিপক্ষে এই প্রীতি ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেওয়ার কথা মামুনুল-এমিলিদের।
অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের শক্তিমত্তার ব্যবধান যে অনেক বেশি সেটা নতুন করে বলার কিছু নেই। তবে বাংলাদেশের সমর্থকদের আশা জাগাচ্ছে অস্ট্রেলিয়া শিবিরের ইনজুরির খবর। চোটের কারণে ৩ সেপ্টেম্বরের ম্যাচটি খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইল জেডিনাক। রোবি ক্রুজ আর টমি জুরিচকেও এই ম্যাচে মাঠে পাবে না ‘সকারু’রা।