পাকিস্তানে বিসিবির প্রতিনিধিদল
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সম্ভাব্য পাকিস্তান সফর নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। প্রস্তাবিত এই সিরিজে খেলতে আগামী মাসে পাকিস্তানে যাওয়ার কথা সালমা-শুকতারাদের। পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার রাতে করাচিতে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির চার সদস্যের একটি প্রতিনিধিদল। এই দলের নেতৃত্ব দিচ্ছে বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) হুসেইন ইমাম।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘পর্যবেক্ষকদলটি করাচিতে দুদিন থাকার পর লাহোরে যাবে। ১০ সেপ্টেম্বর তাঁরা ফিরবে। দলটি পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা দেখে সন্তুষ্ট হলে নারী ক্রিকেটারদের পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে পাকিস্তান সফর নিয়ে নারী ক্রিকেটারদের মধ্যে কিছুটা ভীতি কাজ করছে। সেটা তাঁরা প্রকাশও করেছে কিছুদিন আগে। অধিনায়ক সালমা খাতুন গত মাসে এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন, ‘বিসিবি চাইলে আমাদের যেতেই হবে। তবে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি দেখলে একজন সাধারণ মানুষের মনেও ভীতি জাগবে। স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে ভয় কাজ করছে। কারণ ওয়াসিম আকরামের মতো ক্রিকেটারের ওপরও হামলা হয়েছে সেখানে।’