নেইমারের প্রতি সন্তুষ্ট কোচ তিতে

বেশ লম্বা সময় নেইমারকে থাকতে হয়েছে মাঠের বাইরে। ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিয়ে ফিরেছেন বিশ্বকাপের আসরে। বেশ লম্বা সময় মাঠের বাইরে থেকে ফর্মেও কিছুটা ধার কমে গেছে বিশ্বের অন্যতম সেরা এই তারকার। তবে ধীরে ধীরে ফর্মে ফিরছেন এই তারকা। গোলও পাচ্ছেন। যদিও নিজের সেরাটা মেলে ধরতে পারেননি তিনি। তবে যতটুকু দলকে সহযোগিতা করছেন, তাতেই খুশি ব্রাজিল কোচ তিতে।
নেইমার ব্রাজিল দলের অন্যতম সেরা তারকা। এই ২৬ বছর বয়সী তারকার অভাব যদিও ফিলিপ কুতিনহো কিছুটা হলেও পূরণ করছেন, তবে দলের প্রয়োজনে নেইমারের ফর্মে ফেরা জরুরী। যত দিন গড়াচ্ছে, নেইমার ফিরছেন স্বরূপে। যদিও নেইমারের মাঠে ‘নাটকীয়’ পড়ে যাওয়ায় অনেকে অসন্তুষ্ট, তবে দলের কোচ আছেন নেইমারের পাশেই।
তিতে বলেন, ‘আমি আগেই নেইমারের সম্পর্কে বলেছি। আমি এ ব্যাপারে বেশ খোলাসা। আপনাদের অবশ্যই ভিডিওগুলো দেখা উচিত। কেবল ছবিগুলো দেখলেই বুঝবেন আসল ব্যাপার। যদি আপনি দেখেন, তবে খেয়াল করবেন সে কতটা চেষ্টা করছে, দলের রক্ষণের জন্য কাজ করছে।’
তিনি আরো বলেন, ‘মেডিকেল টিম জানে, সে এই অবস্থানে আসতে কতটা পরিশ্রম করেছে। তাকে প্রত্যেক ম্যাচে একটু একটু করে ভালো করতে হয়েছে। আমি জানি সে পুরোপুরি নিজেকে ফিরে পাবে। এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া। সে প্রত্যাশার চেয়ে কম সময়ের মধ্যে ফিরে এসেছে।কারণ সে একজন সেরা খেলোয়াড়। সে তাঁর কাজগুলো দ্রুত সময়ের মধ্যে করতে পারে।’