মুস্তাফিজ অবিশ্বাস্য বোলার : ওয়ার্নার

কোহলি-ডি ভিলিয়ার্সদের ব্যাটের তাণ্ডবে স্রেফ উড়ে গেছে হায়দরাবাদ সানরাইজার্সের বোলাররা। ব্যতিক্রম শুধু একজনই। প্রবল ঝড়ের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আইপিএলে নিজের অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের কাটার-মাস্টারকে নিয়ে তাই ভারতজুড়ে চলছে উচ্ছ্বাস। হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের চোখে তো মুস্তাফিজ একজন ‘অবিশ্বাস্য বোলার’।
মঙ্গলবার প্রথম স্পেলে দুই ওভারে মাত্র ১০ রান দিয়ে মুস্তাফিজই রানের চাকা বেঁধে রেখেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে হায়দরাবাদের অন্য বোলারদের ব্যর্থতায় থামানো যায়নি কোহলির দলকে। ১৮তম ওভারে ফিরে দলকে সাফল্য এনে দিয়েছেন মুস্তাফিজ। এবি ডি ভিলিয়ার্স আর শেন ওয়াটসনকে পরপর দুই বলে আউট করেছেন এই প্রতিভাবান বাঁ-হাতি পেসার। শেষ ওভারে একটু খরুচে হলেও ম্যাচের প্রেক্ষাপটে তাঁর বোলিং ফিগারকে (৪-০-২৬-২) দুর্দান্তই বলতে হবে।
আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা মুস্তাফিজের বোলিং দেখে ওয়ার্নার ভীষণ মুগ্ধ। সাতক্ষীরার তরুণটির প্রশংসায় একেবারে পঞ্চমুখ এই অস্ট্রেলীয় ওপেনার, ‘ডি ভিলিয়ার্স আর কোহলি জ্বলে উঠলে তো কিছু করার নেই। তারা সত্যিই ভালো ব্যাটিং করেছে। তবে সেই সময় মুস্তাফিজও খুব ভালো বল করেছে। সত্যিই, দেখার মতো বোলিং। আসলে সে একজন অবিশ্বাস্য বোলার।’
মুস্তাফিজকে নেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে পরোক্ষে ধন্যবাদ দিয়ে ওয়ার্নারের মন্তব্য, ‘মুস্তাফিজ আমাদের দলের অন্যতম সেরা সংযোজন। সে বিশ্বকাপে নিজেকে প্রমাণ করেছে। এই ম্যাচে আবারো সে নিজের প্রতিভার পরিচয় দিয়েছে। আশা করি ভবিষ্যতে সে আরো অনেক উইকেট নেবে।’