মুস্তাফিজের কলকাতা-বধের প্রস্তুতি

আগামীকাল কি আইপিএলে দুই বাংলাদেশির লড়াই দেখা যাবে? এ মুহূর্তে এই প্রশ্নের উত্তর বোধ হয় কারোরই জানা নেই। কাল সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স খেলবে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। প্রথম দুই ম্যাচে উপেক্ষিত সাকিব শেষ পর্যন্ত মাঠে নামবেন কি না, তা জানা যাবে ম্যাচের আগে। মুস্তাফিজের খেলা অবশ্য নিশ্চিত।
এবারের আইপিলে এখন পর্যন্ত একটাই ম্যাচ খেলেছে হায়দরাবাদ। গত ১২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মাঠে রানের পাহাড়ে চাপা পড়ে ৪৫ রানের বেশ বড় ব্যবধানে হার মেনেছিল তারা। তবে সেদিন উজ্জ্বল ব্যতিক্রম ছিলেন মুস্তাফিজ। হায়দরাবাদের অন্য বোলারদের ওপরে তাণ্ডব চললেও বাংলাদেশের কাটার-মাস্টারের ওপরে চড়াও হতে পারেননি কোহলি-ডি ভিলিয়ার্সরা।
আইপিএল অভিষেক স্মরণীয় করে রেখে চার ওভারে ২৬ রানের বিনিময়ে দুই উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনের দুটি উইকেটই ছিল ভীষণ মূল্যবান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে সেদিন ৪২ বলে ৮২ রান করেছিলেন ডি ভিলিয়ার্স। অন্যদিকে, ১৭তম ওভারের শেষ তিন বলে ছক্কা মেরে হায়দরাবাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিলেন ওয়াটসন। তবে ১৮তম ওভারে পরপর দুই বলে দুজনকেই ফিরিয়ে প্রতিপক্ষের রানের চাকা শ্লথ করার কৃতিত্ব মুস্তাফিজেরই।
এবার তাঁর সামনে নাইট রাইডার্সের চ্যালেঞ্জ। ঘরের মাঠে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন এই প্রতিভাবান বাঁহাতি পেসার। আজ সানরাইজার্সের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় কেটেছে তাঁর। সতীর্থদের সঙ্গে ঘাম ঝরিয়েছেন, আরো শানিত করেছেন কাটার-স্লোয়ারসহ নিজের সব অস্ত্রকে। এবার দলকে জয় এনে দিতে তিনি মরিয়া।