আর্জেন্টিনা দলে মেসির সঙ্গে হিগুয়েইন-আগুয়েরো

বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করা হয়েছে। শুক্রবার ২৪ সদস্যের দলটি প্রকাশ করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশেন।
এই দলে ফিরেছেন গঞ্জালো হিগুয়েইন ও সার্জিও আগুয়েরোর মতো দুই তারকা ফরোয়ার্ড। আর্জেন্টিনার নতুন কোচের অধীনে আগের দু্ই ম্যাচের দলে ছিলেন না হিগুয়েইন। আর আগুয়েরো চোট কাটিয়ে ফিরেছেন দলে।
বাংলাদেশ সময় আগামী ৭ অক্টোবর পেরুর সঙ্গে আসরে নিজেদের নবম ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর পাঁচদিন পর প্যারাগুয়ের সঙ্গে দশম ম্যাচে লড়বে তারা।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উরুগুয়ে। ১৫ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক : সার্জিও রোমেরো, নাহুয়েল গুজমান।
ডিফেন্ডার : ফাকুন্দো রোনকাগলিয়া, মাতেও মুসাচ্চিও, রামির ফিউনেস, মার্কোস রোহো, মার্টিন ডেমিচেলিস, পাবলো জাবালেতা, গ্যাব্রিয়েল মেরকাদো, নিকোলাস ওটামেন্ডি।
মিডফিল্ডার : মাতিয়াস ক্রানেভিতার, হাভিয়ের মাচেরানো, লুকাস বিলিয়া, অগাস্তো ফার্নান্দেজ, এভার বানেগা, এরিক লামেলা, নিকোলাস গাইতান, অ্যাঙ্গেল ডি মারিয়া।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, অ্যাঙ্গেল কোরিয়া, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, পাউলো দিবালা, লুকাস প্রাতো।