বোল্টকে ছাড়াই জিতল জ্যামাইকা

৪x১০০ মিটার রিলেতে দলকে জয় এনে দিতে পারেননি বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। শনিবার শেষ লেগের দৌড়ে ব্যাটন হাতে পেয়ে প্রাণপণ চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হতে পারেননি। তাঁর দল হেরে গেছে যুক্তরাষ্ট্রের কাছে। তবে ৪x২০০ মিটার রিলে দৌড়ে প্রতিশোধটা ঠিকই নিয়েছে জ্যামাইকা। এবার তারা জয় পেয়েছে দলের সেরা তারকা বোল্টকে ছাড়াই।
৪x২০০ মিটার রিলে শেষ করতে জ্যামাইকান অ্যাথলেটদের লেগেছে ১ মিনিট ২০ সেকেন্ড। ব্যাটন বদলের সময় একবার সেটা ফেলে দিয়েছিলেন ৪x১০০ মিটার রিলে জয়ী আমেরিকান অ্যাথলেটরা। এই দলে ছিলেন অলিম্পিক সোনাজয়ী জাস্টিন গ্যাটলিন।
বিশ্ব রিলে প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেননি উসাইন বোল্ট। দ্বিতীয় অর্থাৎ এবারের আসরে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। কিন্তু শুরুটা মোটেই ভালো হয়নি বিশ্বের দ্রুততম মানবের। ৪x১০০ মিটার রিলেতে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যাওয়ার পর অংশ নেননি ৪x২০০ মিটার রিলে ইভেন্টে।