মিডিয়াকে বয়কট করলেন মেসিরা!

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছিল না বেশ কিছুদিন ধরেই। শুধু তা-ই নয়, গত সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছেও ৩-০ গোলে হেরে বসে তারা। আর এ কারণে আর্জেন্টিনার গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। শুধু মাঠের পারফরম্যান্সই নয়, খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন নিয়েও নানা আলোচনা গণমাধ্যমে উঠে আসে।
আর এ কারণে ক্ষুব্ধ হয়ে উঠেছেন আর্জেন্টাইন ফুটবলাররা। বুধবার কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ৩-০ গোলে জয়ের পর গণমাধ্যমকে বয়কটের ঘোষণা দেন তাঁরা।
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার খেলোয়াড়রা সংবাদ সম্মেলনে গিয়ে বয়কটের ঘোষণা দেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ বয়কট চলবে বলে জানিয়েছেন তাঁরা। এ সময় আর্জেন্টিনার গণমাধ্যমের মুখোমুখি হবেন না তাঁরা।
এক লিখিত বিবৃতিতে মেসি বলেন, ‘দলের বাজে পারফরম্যান্সের জন্য আমাদের বিপক্ষে অনেক অভিযোগ আনা হয়, যেগুলো আমাদের খেলোয়াড়দের সম্মানহানিকর। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আপাতত আমরা কেউ কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলব না।’
এ জন্য দুঃখ প্রকাশ করে মেসি আরো বলেন, ‘সত্যি কথা বলতে কি, এ ছাড়া আমাদের কোনো উপায়ও ছিল না। তাই আমরা খুবই দুঃখিত। অবশ্য সব গণমাধ্যম এ ধরনের কর্মকাণ্ডে জড়িত নয়। তবে খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন নিয়ে টানাহেঁচড়া করা উচিত নয়।’