শ্রীলঙ্কাকে উড়িয়ে শীর্ষস্থান ধরে রাখল বাংলাদেশ
শ্রীলঙ্কাকে হারানো নিয়ে কারও শঙ্কা ছিল না। বাংলাদেশ হারেওনি। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ শনিবার (১৯ জুলাই) বাংলাদেশে খেলেছে দাপটের সঙ্গে। বসুন্ধরা প্র্যাকটিস গ্রাউন্ডে তুলে নিয়েছে ৫-০ গোলের বড় জয়। এতে ৫ ম্যাচে টানা ৫ জয়ে বাংলাদেশের পয়েন্ট ১৫। চার দলের আসরে সবার ওপরে আফঈদা-শান্তিরা।শুরু থেকে আধিপত্য রেখে খেললেও বাংলাদেশ প্রথম গোল পায় ২৫ মিনিটে। মিডফিল্ডার কানন রাণী বাহাদুর এগিয়ে নেন...
সর্বাধিক ক্লিক