জাপানকে পাত্তাই দিল না বাংলার যুবারা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অব্যাহত রয়েছে বাংলাদেশের জয়রথ। টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল বাংলার যুবারা। দুবাইয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে জাপানকে ৯ উইকেটে হারিয়েছে রাব্বির দল। জাপানের দেওয়া ১০০ রানের লক্ষ্য ৩৮. ৪ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ।
আগে ব্যাট করে ৪৭.১ ওভারে মাত্র ৯৯ রানে অলআউট হয় জাপান। জবাবে ১১.২ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ম্যাচ নিজেদের করে নেয় বাংলার যুবারা।
দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে টসে জিতে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। অধিনায়কের সিদ্ধান্তের পূর্ণ প্রতিদান দিলেন বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জাপান। দলের পক্ষে কেবল তিনজনই পেরেছেন দুই অঙ্কের রান স্পর্শ করতে। সর্বোচ্চ ১৮ রান করেন ওপেনার নিহার পারমার। কিন্তু, বিপরীতে খেলেন ৮০ বল। তাকে কট বিহাইন্ড করেন রাব্বি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে কাইফার লেকের ব্যাট থেকে। তাকে বোল্ড করেন রিজওয়ান চৌধুরী। বাকিরা সবাই ব্যর্থ হলে ৪৭ ওভার পর্যন্ত টিকলেও স্কোরবোর্ডে যোগ করতে পারেনি শতরানও।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন রাব্বি ও আরিফ।
একেবারেই মামুলি লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার আশিকুর রহমান ও জিসান আলম মিলে তোলেন ৭১ রান। ১৬ বলে ২৯ করে জিসান আউট হলেও আশিক অপরাজিত থাকেন ৪৫ বলে ৫৫ রানে। দুইয়ে নামা রিজওয়ানের ব্যাট থেকে আসে অপরাজিত ১০ রান। বাংলাদেশ মাত্র ১১.২ ওভারেই জয় তুলে নেয়।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়েছিল বাংলাদেশ।