ব্যাগি গ্রিন হারিয়ে ফেললেন ওয়ার্নার, ফিরে পেতে অনুরোধ
ব্যাগি গ্রিন টুপিটি অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কাছে এক আবেগের নাম। অসি ক্রিকেটাররা টেস্টে যে টুপি পরে খেলতে নামেন, সেটি ব্যাগি গ্রিন নামে পরিচিত। টেস্ট অভিষেকে পাওয়া এই একটি টুপি পরে গোটা ক্যারিয়ার কাটানোর ঘটনাও আছে অনেক অসি ক্রিকেটারের। সেই ব্যাগি গ্রিন হারিয়ে ফেললেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।
পাকিস্তানের বিপক্ষে আগামীকাল বুধবার (৩ জানুয়ারি) ভোরে সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন ওয়ার্নার। সিডনিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আগের ম্যাচটি হয়েছিল মেলবোর্নে। মেলবোর্ন থেকে সিডনি আসার পথে বিমানবন্দরে নিজের ব্যাগি গ্রিন হারিয়ে ফেলেন ওয়ার্নার।
সেটি ফেরত পাওয়ার আবেদন জানিয়েছে ওয়ার্নার। নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ওয়ার্নার একটি ভিডিও প্রকাশ করেন আজ মঙ্গলবার (২ জানুয়ারি)। ভিডিও বার্তায় ওয়ার্নার ব্যাগি গ্রিনের সঙ্গে তার আবেগের কথা জানিয়ে সেটি ফেরত পাওয়ার অনুরোধ করেন।
ওয়ার্নার বলেন, ’সিডনিতে আসার পথে বিমানবন্দরে আমার একটি লাগেজ ও ব্যাকপ্যাক হারিয়ে যায়। তাতে আমার ব্যাগি গ্রিন ছিল। পাকিস্তানের সঙ্গে ম্যাচটি আমার ক্যারিয়ারের শেষ টেস্ট হতে চলেছে। এর আগে আমি আমার টুপি হারিয়ে ফেলেছি। এর সঙ্গে আমার অনেক আবেগ জড়িয়ে।’
ওয়ার্নার আরও বলেন, ‘যদি কেউ পেয়ে থাকেন সেটি এবং আমার ভিডিওটি দেখেন, তাহলে অনুরোধ করব এটি যেন ফিরিয়ে দেন। আমি খুবই খুশি হব।’