একাধিক নিয়মে পরিবর্তন আনল আইসিসি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/01/04/icc_headquarters.jpg)
ক্রিকেট মাঠের একাধিক নিয়মে পরিবর্তন এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে, কিছু জায়গায় টিভি আম্পায়ারের ক্ষমতা বেড়েছে। কোথাও খর্ব হয়েছে। মাঠে খেলোয়াড়দের চিকিৎসা নেওয়ার ব্যাপারেও এসেছে সীমাবদ্ধতা। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোতে আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
আগে বোলিং দল স্ট্যাম্পিংয়ের জন্য আবেদন করলে টিভি আম্পায়ার স্প্যাম্পিং হয়েছে কি না এর পাশাপাশি চেক করত কট বিহাইন্ডের বিষয়টি। অনেক সময় দেখা যেত, স্ট্যাম্পিংয়ে আবেদন করে সেটি না হলেও ক্যাচ আউট হয়ে যান ব্যাটাররা। আইসিসির নতুন নিয়মে টিভি আম্পায়ার এখন থেকে কেবল স্ট্যাম্পিং হয়েছে কি না সেটিই চেক করতে পারবেন। কট বিহাইন্ডের জন্য বোলিং দলকে আলাদা করে রিভিউ নিতে হবে।
পরিবর্তন এসেছে আরেকটি নিয়মেও। আগে খেলা চলাকালীন ক্রিকেটাররা আহত হলে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সময়ের বাধ্যবাধকতা ছিল না। আইসিসি এবার সময়সীমা বেধে দিয়েছে। এখন থেকে কোনো ক্রিকেটার মাঠে চার মিনিটের বেশি চিকিৎসা সেবা নিতে পারবেন না।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2024/01/04/new_project.jpg)
এ ছাড়া কোনো ক্রিকেটার মাথায় চোট পেয়ে মাঠ ছাড়লে, তার দল যদি পরে বোলিং করে, সেই ক্রিকেটার পরবর্তীতে কেবল ফিল্ডিংই করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্য আগে থেকে যদি বোলিং সংক্রান্ত কোনো নিষেধাজ্ঞা না থাকে, তিনি চাইলে হাত ঘোরাতে পারবেন।