ব্যাটে রান নেই, জিম্বাবুয়ের কাছে হেরে সোজা নেটে সাকিব

ছুটি কাটিয়ে মূল প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন প্রিমিয়ার লিগ। রানও এসেছিল ব্যাটে। আবাহনীর বিপক্ষে ৪৯ রানের পর, গাজী গ্রুপের বিপক্ষে সেঞ্চুরি। এই দুই ইনিংসের স্বস্তি নিয়ে নামেন জিম্বাবুয়ে সিরিজের শেষ দুটি ম্যাচে। কিন্তু দুই ম্যাচেই ব্যাট হাতে মলিন সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ১ রান, দ্বিতীয়টিতে আজ থিতু হয়েও থামলেন ২১ রানে। যদিও বোলিং দিয়ে ঠিকই নজর কেড়েছেন সাকিব। কিন্তু, বিশ্বকাপের আগে দলের সেরা তারকার ছন্দহীন ব্যাটিং স্বাভাবিকভাবেই চিন্তার। দুশ্চিন্তা হয়ত নাড়া দিয়েছে তাকেও। তাইতো জিম্বাবুয়ের বিপক্ষে হারের এক মুহূর্তও দেরি করলেন না মাঠে নামতে। দল ৮ উইকেটে হারার পর ব্যাট নিয়ে নেমে পড়েন সাকিব।
সোজা চলে যান শেরেবাংলার সেন্টার উইকেটে। সেখানেই ব্যাটিং কোচ ডেভিড হেম্পের সঙ্গে আলোচনা সারেন। এরপর দীর্ঘক্ষণ ব্যাটিং চর্চা। সেখানেও শট খেলতে ভুগতে দেখা যায় সাকিবকে। তবে, থামেননি লম্বা সময় শুধু ব্যাটিংয়েই নিজেকে ঝালান দেশসেরা অলরাউন্ডার।
এদিকে সাকিবের ব্যাটে রান না থাকলেও এই নিয়ে চিন্তিত নয় দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিশ্বাস করেন, সাকিব রানে ফিরবেন।
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে সাকিবের ইস্যুতে শান্ত বলেছেন, 'তার(সাকিব) ব্যাটিং নিয়ে আমাদের প্রশ্ন নেই। কারণ আমরা জানি, উনি কতটা ক্যাপাবল। আমি বিশ্বাস করি, সামনে উনি ভালো করবেন ও দলে ভূমিকা রাখবেন।'
অধিনায়ক শান্তর কথাই হয়ত ফলবে। কারণ, সাকিব ফিরতে জানেন। ১৮ বছরের দীর্ঘ সময়ের ক্যারিয়ারের পরিসংখ্যান অন্তত তাই বলে!