সান্ত্বনার জয়ে আইপিএল শেষ করল লখনৌ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/05/18/ipl.jpg)
আইপিএলের প্লে-অফে যাওয়ার সুযোগ ছিল লখনৌ সুপার জায়ান্টসের। কিন্তু শেষ চার ম্যাচের তিনটিতে হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় দলটি। তাই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রাহুলদের শেষ ম্যাচটি ছিল স্রেফ নিয়মরক্ষার। যে ম্যাচে জয় তুলে আসর শেষ করল এলএসজি।
গতকাল শুক্রবার (১৭ মে) মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়েতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান করে লখনৌ। জবাবে রোহিতের দারুন ফিফটির পরও ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানে থামে মুম্বাই। ১৮ রানের জয়ে পয়েন্ট টেবিলের সাতে থেকে আসর শেষ করল লখনৌ।
২১৫ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালোই করেছিল মুম্বাই। ডেভাল্ড ব্রেভিসকে সঙ্গে নিয়ে ৫২ বলে ৮৮ রানের জুটি গড়েন রোহিত শর্মা। ২৮ বলে ফিফটি করা রোহিত আউট হন ৩৮ বলে ৬৮ রানে। মাঝে বৃষ্টিতে বেশ খানিকটা সময় খেলা বন্ধ ছিল। এরপরই আর দাঁড়াতে পারেনি পরের ব্যটাররা। শেষদিকে নামান ফিফটি পেলেও তা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। পয়েন্ট টেবিলের তলানীতে থেকেই আসর শেষ করতে হলো মুম্বাইকে।
এর আগে ব্যাটিংয়ে নেমে লখনৌ ২১৪ রান তোলে মূলত নিকোলাস পুরানের কল্যাণে। বাঁহাতি এই ব্যাটার ৭৫ রানের দারুন এক ইনিংস খেলেন। আর তাকে সঙ্গ দেন অধিনায়ক লোকেশ রাহুল। ৪৪ বলে ১০৯ রানের জুটি গড়েন তারা। ৪১ বলে ৫৫ রানের ইনিংস খেলে আউট হন রাহুল। তাতেই বড় সংগ্রহ দাঁড় করায় লখনৌ।