তাসকিনদের কাছে হারল শরিফুলের ক্যান্ডি
সতীর্থ তাসকিন আহমেদের বিপক্ষে মুখোমুখি দেখায় প্রথম ম্যাচেই ভিন্ন স্বাধ পেলেন শরিফুল ইসলাম। রান বন্যার ম্যাচে লড়াই জমিয়েও ফল নিজেদের পক্ষে আনতে পারেনি ক্যান্ডি ফ্যালকন্স। তাসকিনদের কলম্বো স্ট্রাইকার্সের কাছে শেষ দিকে এসে দুই রানে হেরেছে শরিফুলের দল।
শনিবার লঙ্কা প্রিমিয়ার লিগে মুখোমুখি হন তাসকিন ও শরিফুল। ডাম্বুলাতে আগে ব্যাট করতে নেমে এদিন নির্ধারিত ওভারে ১৯৯ রান করে কলম্বো। জবাব দিতে নেমে লড়াই করেও শেষ পর্যন্ত ১৯৭ রানে থেমে যায় ক্যান্ডি। দুই রানের হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়ে শরিফুলের ক্যান্ডি।
দল হারলেও শরিফুল পেয়েছেন উইকেটের দেখা। নিজের কোটার ৪ ওভার বোলিং করে ৪৩ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন ডানহাতি পেসার।
অন্যদিকে দলের জয়ের ম্যাচ ভূমিকা রাখেন তাসকিন আহমেদও। তিনি এক উইকেট পেয়েছেন। তবে শরিফুলের চেয়ে রান খরচা কম করেছেন। ৪ ওভারে ডানহাতি পেসার পেয়েছেন এক উইকেট।
কলম্বোর জয়ের ম্যাচে অবশ্য বড় ভূমিকাটা মাহেশ পাথিরানার। বল হাতে ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে চার উইকেট নিয়েছেন তিনি। দারুণ বোলিংয়ে ম্যাচসেরাও হয়েছেন এই লঙ্কান বোলার।