তাসকিনের সামনে নতুন মাইলফলকের হাতছানি

টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব দেন তাসকিন আহমেদ। ইনিংসের শুরুতে প্রায়শই প্রতিপক্ষের জন্য ভয়ানক হয়ে ওঠেন এই ডানহাতি পেসার। নতুন বলে গতি এবং সুইংয়ে খেলার শুরুতেই ধসিয়ে দেন টপ অর্ডারকে। তাসকিনের সামনে এখন আন্তর্জাতিক টি-টেয়েন্টিতে শত উইকেটের মাইলফলক স্পর্শ করার হাতছানি।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭৯ ম্যাচে ৯৬ উইকেট পেয়েছেন তাসকিন। শত উইকেটের মাইলফলক থেকে মাত্র ৪ উইকেট দূরে আছেন এই পেসার।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তাসকিন নামবেন নিজের ৮০ তম ম্যাচ খেলতে। এই ম্যাচে ৪ উইকেট পেয়ে গেলে বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ উইকেট পাওয়ার কীর্তিটাও গড়বেন তিনি।
এর আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন দুই জন। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ১২৯ ম্যাচে পেয়েছেন ১৪৯ উইকেট। এছাড়া কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ১১৪ ম্যাচে পেয়েছেন ১৪২ উইকেট।
সাকিবের ১০০ উইকেট পেতে ম্যাচ খেলতে হয়েছে ৮৪টি এবং মুস্তাফিজের ৮১ টি। সেই হিসাবে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম ১০০ উইকেটে পেতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনের দরকার ৪ উইকেট।
২০১৪ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় তাসকিনের। আন্তর্জাতিক ক্যারিয়ারে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৭৯টি। সেখানে ৭৭ ইনিংসে ৭.৫৯ ইকোনমি রেটে ২১.৮৭ গড়ে তার উইকেট সংখ্যা ৯৬টি। চার উইকেট পেয়েছেন সর্বোচ্চ তিনবার। ক্যারিয়ার সেরা ১৬ রানে ৪ উইকেট পেয়েছেন ২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে।
সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন তাসকিন। শেষ ৫ ম্যাচে ১৪ উইকেট পেয়েছেন ৩০ বছর বয়সী এই পেসার। সবশেষ ম্যাচগুলোর ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তাসকিন আজ ছুঁয়ে ফেলতে পারেন ১০০ উইকেটের মাইলফলক।