বাফুফে থেকে সালাম মুর্শেদীর পদত্যাগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/08/09/salam.jpg)
শেখ হাসিনা সরকার পতনের পর অন্যান্য অনেক জায়গার মতো ক্রীড়াঙ্গনেও পদত্যাগের বিষয়টি আঁচ করা যাচ্ছিল। যার শুরুটা হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীকে দিয়ে। তিনি বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। এই দুটি পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।
গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানায় বাফুফে। বাফুফে ছাড়াও সালাম মুর্শেদী টানা তিনবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। তারকা এই ফুটবলার ২০০৮ সাল থেকে বাফুফের সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন।
আর্থিক অনিয়মের অভিযোগে ফিফা দুই বছর নিষিদ্ধ করেছিল বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে। আর্থিক অনিয়মের সময় সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটির প্রধান ছিলেন। এছাড়াও নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পরায় গত ২৩ মে সালাম মুর্শেদীকে ১০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা) জরিমানা করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। মূলত বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে ফিফা প্রদত্ত অর্থের অনিয়মের কারণেই এই জরিমানা করা হয় তাকে।
বাফুফে ছাড়াও তিনি এনভোয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইএবি) সভাপতি। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ছিলেন মুর্শেদী। ২০১৪ সালে বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত হন।
উল্লেখ্য, গত সোমবার শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বাফুফে থেকে তিনজনের পদত্যাগের দাবি তোলে বাংলাদেশ ফুটবলসমর্থকদের সংগঠন বংলাদেশ ফুটবল আলট্রাস। সেই তিন জনের মধ্যে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন, নারী কমিটির প্রধান মাহফুজা আক্তারের সঙ্গে সালাম মুর্শেদীর নামও ছিল।