চ্যাম্পিয়নস ট্রফির আগে বড় ধাক্কা খেল প্রোটিয়ারা
অভিজ্ঞদের ওপর আস্থার রেখেই চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড গড়েছে দক্ষিণ আফ্রিকা। তবে, টুর্নামেন্ট শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল দলটি। ছিটকে গেল দলটির এক তারকা পেসার। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর ওয়ানডে খেলেননি তিনি। যার ফলে শুরুর আগেই শেষ পেসার আনরিখ নরকিয়ার চ্যাম্পিয়নস ট্রফি।
জানা গেছে, নরকিয়া সম্প্রতি এসএ২০-তে ব্যস্ত ছিলেন। সেই টুর্নামেন্টেই নতুন করে চোট পেয়েছেন তিনি। ফলে ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে ৩১ বছর বয়সী পেসার খেলতে পারবেন না। দ্রুতই তার বদলি নেওয়া হবে।
এক বিবৃতিতে সিএসএ জানিয়েছে, ‘প্রিটোরিয়া ক্যাপিটালসের ফাস্ট বোলার নরকিয়া পিঠের চোটের কারণে এসএ২০-এর বাকি অংশ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন। স্ক্যানের পর জানা গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সে সময়মতো সুস্থ হবে না। ২১ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে প্রোটিয়ারা।’
গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেননি নরকিয়া। ওই আসরে ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। গত মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে ফেরার কথা ছিল তার। কিন্তু নেটে অনুশীলনের সময় পায়ের বৃদ্ধাঙ্গুল ভেঙে যাওয়ায় ওই সিরিজে তিনি খেলতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ও নিউ জিল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজেও খেলবে দক্ষিণ আফ্রিকা।