ব্যাটিং ব্যর্থতায় সরাসরি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের
ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ। এমন সমীকরণের ম্যাচে কিনা মাত্র ৫০ রানের ব্যবধানে ৯ উইকেট হারাল বাংলাদেশের মেয়েরা। শেষ ৫ ব্যাটার মিলে করেছেন মাত্র ১ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে ব্যাটারদের এমন হতশ্রী ব্যাটিংয়ের স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের।
আজ শনিবার (২৫ জানুয়ারি) সেন্ট কিটসে টস জিতে ব্যাটিং করতে নেমে ৪৩.৫ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ১১৮ রান তোলে বাংলাদেশ। ছোট লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়ে ২৭.৩ ওভারে তাড়া করে ফেলে ক্যারিবীয়রা। ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।
১১৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ কোনো ভুল করেনি। ২৭.৩ ওভারে জয় নিশ্চিত করে তারা। দুই ওপেনার হ্যারি ম্যাথুস ২২ ও কিয়ানা জোসেফ ৩৯ রান করেন। পরবর্তীতে সিমাইন ক্যাম্পেবল ২৫ ও ডেন্ড্রা ডোটিন ৩৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
এর আগে, ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় বাংলাদেশ। মুর্শিদা খাতুন ১ রানে ফেরেন ফ্রাসেরের বলে। সেখান থেকে ৬২ রানের জুটি গড়েন ফারজানা হক ও শারমীন আক্তার। তবে, থিথু হয়েও ইনিংস বড় করতে পারেননি তারা। ম্যাচের ২০তম ওভারে ফারজানা আউট হলে শুরু হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়।
পরবর্তীতে ৬৮ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর পরের ৫০ রান তুলতে ৮ উইকেট হারায় অথিতিরা। এতে ১১৮ রানে থামতে হয় বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে ৬.৫ ওবারে ৪ উইকেট নেন কারিশমা রামহারেক। ২ উইকেট পেয়েছেন জাইদা জেমস।
এই ম্যাচ দিয়ে শেষ হলো আইসিসি ওমেন্স চ্যাম্পিয়ন শিপের লড়াই। সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে স্বাগতিক ভারতসহ আইসিসি উইমেন'স চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দল। তারা হলো অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।
উল্লেখ্য, চ্যাম্পিয়নশিপ টেবিলে ২১ পয়েন্ট নিয়ে সাতে বাংলাদেশ। নিউজিল্যান্ডের সংগ্রহও সমান ২১ পয়েন্ট, তবে নেট রান রেটে এগিয়ে ছয়ে দলটি। স্বাগতিক ভারতসহ টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে নিউজিল্যান্ডকে টপকে যেত বাংলাদেশ।