অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
নারী-পুরুষ সব টুর্নামেন্টেই বাংলাদেশের মাথাব্যথার কারণ ব্যাটিং বিপর্যয়। যার সবশেষ উদাহরণ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। সুপার সিক্সের প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় ভারতের কাছে হেরে বিদায় নিতে হলো বাংলাদেশকে। সুপার সিক্সের শুরু থেকেই পিছিয়ে ছিল বাংলাদেশ, যেখানে ভারত ও অস্ট্রেলিয়া ৪ পয়েন্ট নিয়ে এগিয়ে ছিল। এই হারে সেমিফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের।
আজ রোববার (২৬ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ৬৪ রান করে বাংলাদেশ। জবাবে ১২.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। বাংলাদেশকে হারানোর পর ভারতের পয়েন্ট হয়েছে ৬। ভারত ও অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে শেষ চারের টিকিট
ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ। ৯.৩ ওভারে ২২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে সুমাইয়া আক্তারের দল। সংগ্রহটা যে বড় হবে না, সেটা তো তখন নিশ্চিতই হয়ে গেছে। শেষ পর্যন্ত বাংলাদেশ তুলতে পারে ৬৪ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২১ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক সুমাইয়া। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার গোঙ্গাদি তৃষার মারমুখী ব্যাটিংয়ে মাত্র ১২ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় ভারত। তৃষা ৩১ বলে করেন ৪০ রান। জান্নাতুল মাওয়াকে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন অধিনায়ক নিকি প্রসাদ।