তামিমকে বিদায়ী সম্মাননা দিল বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া দেশসেরা ব্যাটার তামিম ইকবালের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ ও দেশের ক্রিকেটে তার অবদানকে সম্মানের প্রয়াস হিসেবে সম্মাননা জানাল বিসিবি। তামিমের হাতে ক্রেস্ট তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
তামিম অবসরের ঘোষণা দেন এই বিপিএল চলার সময়। বিপিএলের সিলেট পর্বের সময় গত ১০ জানুয়ারি রাতে সামাজিক মাধ্যমে তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেটে তার অধ্যায় শেষ। তাই ফাইনালের মঞ্চেই তাকে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।
তামিমের বিষয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘তামিমের ব্যাটিংয়ে যে ধরনের ক্যারিশমা আছে, সেটা সত্যিই অসাধারণ। গত ১৭ বছরে সে যেভাবে খেলেছে, তা প্রশংসনীয়। দুবাইয়ে সে যেভাবে ভাঙা হাত নিয়ে খেলেছিল সেটাই তার দেশপ্রেম প্রমাণ করে।’
আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম বলেন, ‘সত্যিই তামিম যেভাবে ব্যাটিং করে তা অসাধারণ। আমরা অনেক বছর ধরে ক্রিকেট খেলি, অনেক স্মৃতি রয়েছে আমাদের। আমি আশা করি তার এই অবদান সবাই মনে রাখবে। সে তরুণদের কাছে এক অনুপ্রেরণার নাম।’
এসময় তামিম বলেন, ‘আমার জন্য ১৭ বছরের পথচলা সহজ ছিল না। আমার চাচা বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, আমি তখন ছোট ছিলাম। তারা যখন আইসিসি ট্রফি জেতে। আমি তখনই ভেবেছিলাম যে একজন ক্রিকেটার হবো। আমি যেখানেই খেলেছি, সবসময় ভালোবাসা পেয়েছি। আমি দর্শকদের কাছেও কৃতজ্ঞ।’
তামিম আরও যোগ করেন, ‘আমার স্ত্রী, আমার সন্তান সবাই আমার জন্য যা করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না। আমি বিসিবিকে ধন্যবাদ জানাই। তারা ১৭ বছর ধরে আমার পাশে ছিল। আপনারা আমাকে আরও কয়েক বছর বিপিএল ও ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখবেন। ’
তিন সংস্করণ মিলিয়ে ৩৯১ ম্যাচ আর ১৫ হাজার ২৪৯ রান নিয়ে শেষ হয়েছে তামিমের ক্যারিয়ার। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আন্তজার্তিক ক্রিকেটে তিনি দ্বিতীয় সফলতম। ১৫ হাজার ৩০০ রান নিয়ে সবার ওপরে মুশফিকুর রহিম। এছাড়াও অনেক রেকর্ড-অর্জন ধরা দিয়েছে তামিমের গৌরবময় পথচলায়, ব্যাটিং মাইলফলকের অনেকগুলোতে তিনি ছিলেন দেশের প্রথম। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক স্মরণীয় মুহূর্ত দেশকে উপহার দিয়েছে তার ব্যাট।