অভিষেক ম্যাচেই প্রোটিয়া ক্রিকেটার ভাঙলেন ৪৭ বছর পুরোনো রেকর্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/matthew_breetzke-afp.jpg)
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকায় দক্ষিণ আফ্রিকার মূল দলের অনেকেই আসতে পারেননি পাকিস্তানে। পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজে তাই কপাল খুলেছে ম্যাথিউ ব্রিৎসকের। নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার একাদশে। ওয়ানডে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন প্রোটিয়া ওপেনার। ভাঙলেন ৪৭ বছর পুরোনো এক রেকর্ড।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তোলে ৬ উইকেটে ৩০৪ রান। যাতে ব্রিৎসকের অবদান ১৫০ রান। ওয়ানডের ইতিহাসে এর আগে অভিষেকে শতরান করেছেন ১৮ জন। কিন্তু, সবাইকে ছাড়িয়ে গেলেন ব্রিৎসকে। অভিষেকে ১৫০ রান করতে পারেননি আর কেউ।
১৪৮ বলে ১১টি চার ও ৫টি ছক্কায় ১৫০ রানের ইনিংসটি সাজান ব্রিৎসকে। ম্যাট হেনরির বলে মাইকেল ব্রেসওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফেরার সময় পেছনে রেখে আসেন ইতিহাসের ছাপ। ওয়ানডে অভিষেকে এতদিন সর্বোচ্চ রান ছিল ১৪৮। ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ড হেইন্স অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৬ বলে খেলেছিলেন সেই ইনিংসটি। সেটিও ছিল ফেব্রুয়ারিতে। ৪৭ বছর পর আরেক ফেব্রুয়ারিতে তার রেকর্ড ভাঙলেন ২৬ বছর বয়সী ব্রিৎসকে।
ব্রিৎসকে নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। অভিষিক্ত হওয়াটাই যেখানে স্বপ্নের মতো, সেখানে মাতলেন ভাঙা-গড়ার খেলায়। ইতিহাসের পাতায় তুললেন নিজের নামটা।