প্রতিপক্ষ নিয়ে ভাবছে না আত্মবিশ্বাসী বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অপেক্ষা ছিল দীর্ঘ ৮ বছরের। ২০১৭ সালের পর ফের মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ওয়ানডে ক্রিকেটের সেরা ৮ দল অনুষ্ঠিত মর্যাদার এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশও। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে হাইব্রিড মডেলে পাকিস্তান ও দুবাইয়ে চলবে আসর।
টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে মিরপুরে আজ দলের আনুষ্ঠানিক ফটোসেশন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ৮টি দল। বাংলাদেশের গ্রুপে আছে আয়োজক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শান্তদের মিশন।
সর্বশেষ আসরে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবার দলের প্রত্যাশা আরও বেশি। শান্ত সরাসরিই জানিয়েছেন, বাংলাদেশ খেলবে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। তবে, তাতে চ্যালেঞ্জ যে কম নেই সেটিও জানেন অধিনায়ক। তিনি অবশ্য প্রতিপক্ষকে সেভাবে চ্যালেঞ্জের নজরে দেখছেন না।
শান্ত বলেন, ‘টুর্নামেন্টে যে ৮ দল আছে, সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। দলের জন্য মনে হয় না এটি বাড়তি চাপ হবে। কারণ, তারাও (স্কোয়াডের সদস্যরা) সেটি চায়। সবার মধ্যে আত্মবিশ্বাস আছে। সবাই মিলে দল হয়ে খেলতে পারলে, যেকোনো ম্যাচ জেতা সম্ভব। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না।’