চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/baanlaadesh_krikett_dl.jpg)
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে আর বাকি দিন তিনেক। টুর্নামেন্টকে সামনে রেখে গত ১৩ ফেব্রুয়ারি মাঝরাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। রাত ১টায় বিমানে ওঠেন শান্ত-মুশফিক-রিশাদরা। ক্রিকেটারদের সাথে বিমানে ছিলেন কোচিং স্টাফের সবাই। এরই মধ্যে দুবাইয়ে পৌঁছে গেছেন ক্রিকেটাররা।
এবারের আসরে গ্রুপ ‘এ’ তে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের তিন প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। বাংলাদেশ তাদের টুর্নামেন্ট শুরু করবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। মূল টুর্নামেন্ট শুরুর আগে ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন শান্তরা।
আইসিসির সর্বশেষ কয়েকটি ইভেন্টে বাংলাদেশের অবস্থা ছিল যাচ্ছেতাই। কোন আসরেই সুখকর কিছু করতে পারেনি লাল-সবুজের সারথীরা। তাই চ্যাম্পিয়নস ট্রফিতেও আশায় বুক বাঁধতে পারছেন না সমর্থকরা। কারণ প্রতিটা দলই শক্তিশালী। তবে অধিনায়ক শান্ত শুনিয়ে গেলেন বিরাট আশার কথা।
সংবাদ সম্মেলনে শান্ত বলেন, “আমার কাছে এমন কিছু (চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ঠিক করায় বাড়তি চাপ) মনে হয় না। এখানে যে ৮টা দল আছে, সবাই চ্যাম্পিয়ন হওয়া ডিজার্ভ করে। ৮টা দলই কোয়ালিটি দল। আমি বিশ্বাস করি, আমাদের দলের ওই (চ্যাম্পিয়ন হওয়ার) সামর্থ্য আছে।”
চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। আর বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ তারিখ। দুবাইয়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি। পরের ম্যাচ ধরতে দল পৌঁছবে পাকিস্তান। সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।