গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে ব্যাটিংয়ে ভারত

চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। সেমির লড়াইয়ের আগে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে দুই হট ফেভারিট ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচের জয়ী দল সেমিতে প্রতিপক্ষ হিসেবে পাবে অস্ট্রেলিয়াকে। দুবাইয়ের কন্ডিশনে রোহিতের দল ফেভারিট হলেও ব্লাকক্যাপরাও বেশ ভারসাম্যপূর্ণ।
আজ রোববার (২ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সবশেষ ৫ ওয়ানডে’র সবকটিতে জয় আছে ভারতের। তাইতো গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে জয় ছাড়া অন্যকিছু ভাবছে না দলটি। ওয়ানডেতে ১১৮ দেখায় ভারতের ৬০ জয় আর নিউজিল্যান্ডের ৫০ জয়ের পরিসংখ্যানই বলে দেয় কেউ কম যায় না।
এই পোশাকি লড়াইয়ের আড়ালে আরও একটি বিষয়ও আলোচিত হচ্ছে। লড়াইটা হবে দুই দলের স্পিন বিভাগের। সবমিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। এ ম্যাচ দিয়ে ইতিহাসের ২২তম ক্রিকেটার হিসেবে ৩০০ ওয়ানডে খেলার রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। তাই ম্যাচটা স্পেশাল সুপারস্টারের কাছে। ২০০৪ সালের পর যাদের ওয়ানডে অভিষেক, তাদের মধ্যে ৩০০ ওয়ানডে খেলা প্রথম ক্রিকেটার কোহলি।