কালো আর্মব্যান্ড পরে খেলছে ভারত, নেপথ্যে কারণ কী?

অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমি ফাইনালে লড়ছে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ মঙ্গলবার (৪ মার্চ) টসে হেরে আগে বোলিংয়ে নেমেছে ভারত। ভারতীয় ক্রিকেটাররা মাঠে নেমেছে কালো আর্মব্যান্ড পরে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ভারতের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি পদ্মকার শিভালকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ কালো আর্মব্যান্ড পরে নেমেছেন রোহিত-কোহলিরা। শিভালকর ভারতের হয়ে ১২৪টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছেন। কিংবদন্তি স্পিনার শিভালকর গতকাল মুম্বাইয়ে ৮৪ বছর বয়সে মারা গেছেন।
রঞ্জি ট্রফিতে মুম্বাই (সাবেক বোম্বে) লম্বা সময় আধিপত্য দেখিয়েছিল। এর পেছনে বড় অবদান ছিল শিভালকরের। ১৯৬৫-৬৬ থেকে ১৯৭৬-৭৭ মৌসুমের মধ্যে ৯ বার রঞ্জি ট্রফি জেতা মুম্বাই দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। বাঁহাতি স্পিনার শিভালকর ১২৪ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৯.৬৯ গড়ে উইকেট নিয়েছেন ৫৮৯টি। দুর্দান্ত অ্যাকুরেসি আর টার্নের জন্য বিখ্যাত ছিলেন তিনি।

রঞ্জি ট্রফিতে শিভালকরের সবচেয়ে বিখ্যাত পারফরম্যান্স ছিল ১৯৭২-৭৩ মৌসুমে। সেবার ফাইনালে প্রথম ইনিংসে ১৬ রানে ৮ আর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে তামিলনাড়ুকে নাকানিচুবানি খাইয়ে শিরোপা জিতিয়েছিলেন মুম্বাইকে। এতকিছুর পরও ভারত জাতীয় দলের হয়ে কখনও টেস্ট খেলা হয়নি শিভালকরের।