বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারিংয়ে থাকছেন যারা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/bangladesh_india_match_0.jpg)
বাংলাদেশ-ভারত ম্যাচে বরাবরই বিতর্কে ভরা। বিশেষ করে আলোচনা-সমালোচনার বেশিরভাগ জুড়েই থাকে আম্পায়ারিং। চ্যাম্পিয়নস ট্রফিতে আরও একটি বাংলাদেশ-ভারত লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। এর আগে দেখে নেওয়া যাক এই ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকছেন যারা।
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও পল রাইফেল (অস্ট্রেলিয়া)। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গফ (ইংল্যান্ড) ও ম্যাচ রেফারি হবেন ডেভিড বুন (অস্ট্রেলিয়া)।
আগামী ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রাজা ও কুমার ধর্মসেনা। টিভি আম্পায়ার হবেন রড টাকার, আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন জোয়েল উইলসন। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগালে।
গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ার থাকবেন মাইকেল গফ ও আদ্রিয়ান হোল্ডস্টোক। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন পল রাইফেল, আর চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে রিচার্ড ইলিংওর্থকে। এই ম্যাচেও ম্যাচ রেফারি থাকবেন ডেভিড বুন।
উল্লেখ্য, বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকেও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ার প্যানেলে রাখা হয়েছে। তবে তিনি বাংলাদেশের কোনো ম্যাচ পরিচালনা করবেন না। গ্রুপ পর্বের চারটি ম্যাচে দায়িত্ব পালন করবেন এই অভিজ্ঞ আম্পায়ার।