মুশফিকের উদ্দেশে যে কথা বললেন তামিম

দেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র মুশফিকুর রহিম। দীর্ঘ প্রায় দুই দশক ধরে বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ হয়ে ছিলেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই, বুধবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানালেন ওয়ানডে থেকে অবসরের কথা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে ওয়ানডে থেকে অবসরের কথা জানান মুশফিক।
মুশফিকের বিদায়ে আজ বৃহস্পতিবার (৬ মার্চ) মধ্যরাতে একটি ভিডিওবার্তা দেন তামিম ইকবাল। মুশফিকের খুব কাছের বন্ধু তামিম। বন্ধুর বিদায়ে দেশসেরা ওপেনার তাই নিজেকে স্ট্যাটাসে আটকে রাখতে পারেননি। ভিডিওতে তামিম নিজেও জানান, এমন একজন মানুষ অবসর নিয়েছে, যার সঙ্গে তার লম্বা পথচলা। সেখানে মুশফিককে উদ্দেশ করে কিছু কথাও বলেছেন তামিম।
তামিম বলেন, ‘সাধারণত কেউ যদি কোনো ফরম্যাট থেকে রিটায়ার করে, সবাই স্ট্যাটাস দিয়ে তাদের ফিলিংসটা বোঝায়। কিন্তু এমন একজন মানুষ অবসর নিল, যার সঙ্গে আমার অলমোস্ট ২০/২৫ বছরের জার্নি। একটা স্ট্যাটাসে আমি বোঝাতে পারতাম না, তার প্রতি আমার ফিলিংসটা কী বা আমি এই মুহূর্তে কী অনুভব করছি!’
মুশফিকের সঙ্গে বয়সভিত্তিক দল থেকে পথচলা তামিমের। শূন্য থেকে সেরা হওয়ার যাত্রাটা সামনে দাঁড়িয়েই দেখেছেন তামিম। সেই প্রসঙ্গ টেনে মুশফিককে উদ্দেশ করে বার্তা দেন তামিম।
আরও পড়ুন : মুশফিকের বিদায়ে সতীর্থদের প্রতিক্রিয়া
দেশসেরা ওপেনার বলেন, ‘মুশফিককে আমি দেখছি অনূর্ধ্ব-১৫ থেকে। তাকে বলতে চাই— দোস্ত, আমি তোকে দেখেছি যে কীভাবে তুই একটা নরমাল ব্যাটসম্যান থেকে বাংলাদেশের অন্যতম সেরা হইছোস। বাংলাদেশের জন্য বছরের পর বছর যা করেছিস মুশফিক, তা দুর্দান্ত। বাংলাদেশ তোকে মিস করবে। দেশের জন্য যা করেছিস, তা সবাই মনে রাখবে অনেক বছর।’