ফাইনালের আগে নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

একদিন পরই চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মাঠে নামবে নিউজিল্যান্ড। ওয়ানডের দ্বিতীয় মর্যাদাসম্পন্ন টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলার পথে কিউইদের প্রতিপক্ষ ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি।
ফাইনালের জন্য যখন নিজেদের প্রস্তুত করছে ব্ল্যাকক্যাপরা, তখনই এলো দুঃসংবাদ। পুরো আসরে বল হাতে আলো ছড়ানো ম্যাট হেনরি ফাইনালে খেলবেন কি না, সেটি অনিশ্চিত। আজ শুক্রবার (৭ মার্চ) এমন খবরই দিয়েছে ইএসপিএনক্রিকইনফো। সেমি ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান হেনরি। যা থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি।
কিউই এই পেসার চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ১০ উইকেট নেওয়ার পথে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে নিয়েছেন ৫টি। ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ সেই ভারত। হেনরিকে নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা তাই কিউইদের কাছে অস্বস্তিকর।
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘হেনরির পরীক্ষা-নিরীক্ষা করানোর হলেও এখনও সেভাবে ইতিবাচক ফল পাওয়া যায়নি। তার চোট আমাদের জন্য বড় ক্ষতি। আশা করি, ফাইনালের আগে তাকে নিয়ে ভালো খবর দিতে পারব।’
ফাইনালে যদি হেনরি না থাকে তাহলে বিকল্প হিসেবে একাদশে ঢুকতে পারেন জ্যাকব ডাফি।