জুলাইয়ে পাকিস্তান সফর নিয়ে আশাবাদী বিসিবি

আইসিসির ভবিষ্যৎ সফরসূচির বাইরে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী জুলাই-আগস্টে প্রস্তাবিত সিরিজটি হবে বাংলাদেশের মাটিতে। সেই সিরিজ আয়োজনে আশাবাদী বিসিবি।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসেই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। সেই সিরিজকে সামনে রেখে এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হবে জাতীয় দলের অনুশীলন। এরপর দল যাবে যথাক্রমে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারত সফরে। এত ব্যস্ত সূচির মাঝেই বাংলাদেশে আসতে পারে পাকিস্তান এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি।
আজ শনিবার (৮ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ‘দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ দেখার সময় পিসিবির বোর্ড কর্তাদের সঙ্গে আমার আলাপ হয়েছিল। তারা আমাদের জানিয়েছে যে এফটিপির বাইরে একটি ট্যুরে এখানে আসবে। খুবই ব্যস্ত সূচি থাকায় ছোট একটি ট্যুরের পরিকল্পনা রয়েছে, সেটা হলো জুলাইয়ের দিকে। আমরা মোটামুটি পরিকল্পনা এগিয়েছে, চূড়ান্ত হলে আপনাদের জানিয়ে দেব। শুধু ট্রাই নেশন নয়, ভবিষৎতে সুযোগ পেলে যেকোনো দেশে এমন সিরিজ খেলতে চাই।’
ভবিষ্যৎ সফরসূচি অনুসারে, জুলাই-আগস্টে পাকিস্তানের দুটি সিরিজ রয়েছে। একটি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, আরেকটি নিজেদের মাঠে আফগানিস্তানের বিপক্ষে। তাই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রস্তাবিত সিরিজের আয়োজন চূড়ান্ত হলে, পিসিবিকে তাদের পূর্বনির্ধারিত সফরসূচি পরিবর্তন করতে হবে।