কার্নিভ্যালে গিয়ে সমালোচনার মুখে নেইমার

চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারের। শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও চোট থেকে বের হতে পারেননি। নতুন করে ঊরুতে অস্বস্তি বোধ করছেন ৩৩ বছর বয়সী তারকা। মাঠের বাইরে তার ছিটকে যাওয়াটা নিঃসন্দেহে দুঃসংবাদ ব্রাজিলের জন্য।
গতকাল সোমবার (১০ মার্চ) পাওলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে সান্তোস। তাদেরকে ২-১ গোলে পরাস্ত করেছে করিন্থিয়ান্স। বর্তমান ক্লাবের হার বেঞ্চে বসে দেখেছেন নেইমার। নতুন চোটের কারণে স্কোয়াডেও ছিলেন না তিনি। তবে, চোট ছাপিয়ে পার্টিতে গিয়ে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছেন নেইমার।
মূলত সেমিফাইনালের আগে গত সপ্তাহে কার্নিভ্যাল দেখতে যাওয়ার কারণেই এই সমালোচনা শুনতে হচ্ছে নেইমারকে। ৩ মার্চ সান্তোস-ব্রাগানতিনো ম্যাচে বদলি হওয়ার কিছুক্ষণ পরেই নেইমারকে দেখা যায় কার্নিভ্যাল প্যারেডে। চোটশঙ্কা নিয়ে নেইমারের পার্টিতে যাওয়ার বিষয়টি মানতে পারছেন না অনেকেই।
বিষয়টি নিয়ে জনপ্রিয় লেখক কাসাগ্রান্দে জুনিয়র সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সে সেমিফাইনালের বদলে কার্নিভ্যালকে বেছে নিয়েছে। নেইমারের গত পাঁচ বছরের আচরণ আবার ফিরেছে। সে নিজের মজা ও আনন্দের জন্য নিজের পেশাদারির দিকও বদল ফেলে।’
এর আগে চোটের বিষয়ে ভিডিওবার্তায় নেইমার নিজেই বলেন, “দুর্ভাগ্যবশত গত কয়েক সপ্তাহে আমি কিছুটা ব্যথা অনুভব করি…সত্যিই আমি দলকে সাহায্য করতে চেয়েছিলাম, এরপর সকালে আমরা কিছু পরীক্ষা করাই, কিন্তু এরপর আবার আমি ব্যথা অনুভব করি। তাই আর খেলা হয়নি।’’
২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর থেকেই মূলত নিয়মিত তাকে চোট ভোগাতে থাকে। এরপর ফ্রান্স ছেড়ে ২০২৩ সালে আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু এসিএল চোটে ছিটকে পড়েন লম্বা সময়ের জন্য, ফলে সৌদি আরবের দলটির হয়ে কেবল সাতটি ম্যাচ খেলতে পারেন তিনি।