দারুণ লড়েও হায়দরাবাদের কাছে হার রাজস্থানের

সানরাইজার্স হায়দরাবাদ মানেই রানের ফোয়ারা। ২০২৪ এর মতো এবারও রানবন্যার আভাস দিয়ে আসর শুরু করেছে প্যাট কামিন্সের দল। আসরে নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৪৪ রানে হারিয়েছে গতবারের রানার্সআপরা।
আজ রোববার (২৩ মার্চ) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৮৬ রান তোলে হায়দরাবাদ। ব্যাট হাতে সর্বোচ্চ ১০৬ রান করেন ইশান কিশান। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪২ রানে থামে রাজস্থান।
২৮৭ রানের পাহাড়সম রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। দলীয় ২০ রানের মাথায় ফেরেন যশস্বী জয়সওয়াল। ৫ বলে মাত্র ১ রান আসে তার ব্যাট থেকে। আরেক ব্যাটার রায়ান পরাগও পারেননি ইনিংস বড় করতে। ২ বলে মাত্র ৪ রান আসে তার ব্যাট থেকে।
মাঝে কিছুটা আশা দেখালেও বড় ইনিংস খেলতে পারেননি নিতিশ রানা। দলীয় ৫০ রানের মাথায় তার বিদায়ে ফের ধাক্কা খায় রাজস্থান। ৮ বলে ১১ রান আসে তার ব্যাট থেকে। এরপর সানজু স্যামসন ও ধ্রুব জুরেল মিলে গড়েন ১১১ রানের দারুণ জুটি। এই জুটিতে একটা সময় রান তাড়ায় স্বপ্ন দেখছিল দলটি। তবে, দলীয় ১৬১ রানের মাথায় এই দুইজনের বিদায়ে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। স্যামসন ৬৬ ও জুরেল ৭০ রান করে ফেরেন সাজঘরে। শেষদিকে শেমরন হেটমায়ার চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। ৪২ রান আসে এই বাঁহাতির ব্যাট থেকে।
এর আগে, ইনিংসের শুরুতেই অভিষেক শর্মা ১১ বলে ২৪ রান তুলে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। এরপর ট্রাভিস হেডের ৩১ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ৯টি চার এবং ৩টি ছক্কা। তবে আসল আগুন ঝরিয়েছেন ইশান কিশান। ৪৭ বলে অপরাজিত ১০৬ রান, ১১টি চার এবং ৬টি ছক্কায় স্ট্রাইক রেট ছিল ২২৫.৫৩। তার এমন দুর্দান্ত ইনিংসে রানের পাহাড় গড়ে সানরাইজার্স।
ইশানকে সঙ্গ দিয়েছেন নীতিশ কুমার রেড্ডি (১৫ বলে ৩০) এবং হেনরিক ক্লাসেন (১৪ বলে ৩৪)। শেষ দিকের দ্রুত উইকেট পতন সত্ত্বেও রান তোলার গতি কমেনি। পাওয়ারপ্লেতেই আসে ৯৪ রান, আর এক রানের জন্য ভাঙা হলো না নিজেদেরই সর্বোচ্চ রানের রেকর্ড।
অপরদিকে, রাজস্থানের বোলাররা ছিলেন অসহায়। জোফরা আর্চার ৪ ওভারে ৭৬ রান দিয়ে আইপিএলের এক ম্যাচে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড গড়েছেন। তুলনামূলকভাবে কম খরুচে ছিলেন তুষার দেশপান্ডে, ৪৪ রানে নিয়েছেন ৩টি উইকেট।