নিপীড়িত মানবতার জন্য প্রার্থনায় ক্রীড়া তারকারা

কাঁদছে ফিলিস্তিন। কাঁদছে গাজা, সঙ্গে গোটা বিশ্ব। মুসলিম উম্মাহ যেমন ক্ষোভ ঝাড়ছে ইসরায়েলের ওপর, তেমনি অঝোর ধারায় চোখের পানি ফেলছে ফিলিস্তিনের জন্য। দেশটির ওপর ইসরায়েলের বর্বর গণহত্যা বন্ধ করা ও সুবিচারের দাবিতে রাজপথে নেমেছে সারা বিশ্বের অসংখ্য মুসলিম।
ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশের ক্রীড়া তারকারাও। তাদের মধ্যে অন্যতম দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। মুক্তির দাবিতে মানবতার কথা বলেছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিন তারকাই নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে আজ সোমবার (৭ এপ্রিল) পোস্ট করেছেন।
ফিলিস্তিনের পতাকা শেয়ার করে মুশফিকুর রহিম লিখেছেন—‘হে আল্লাহ, সব জায়গায় থাকা নিপীড়িতদের সাহায্য করুন। আপনি তাদের রক্ষাকারী, সাহায্যকারী হয়ে তাদের আরও শক্তিশালী করুন।’
গাজার বিধ্বংসী ছবি শেয়ার করে মাহমুদউল্লাহ বলেন—‘হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন, দয়া করে সাহায্য করুন। আপনিই তো রক্ষাকারী। দয়া করে তাদের রক্ষা করুন এবং বিজয়ী বানান। আর সহ্য করা যাচ্ছে না। হে আল্লাহ আপনি তাদের বাঁচান।’
জামাল ভূঁইয়া শেয়ার করেছেন ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের ম্যাচের ছবি। ক্যাপশনে লিখেছেন— ‘তোমরা (ফিলিস্তিনবাসী) আমাদের হৃদয় ও মনে আছো প্রতিদিন। ভালো দিনের জন্য প্রার্থনা করি।’
এর আগে ঈদুল ফিতরের দিনে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন ফুটবলার হামজা চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি ছবি শেয়ার করেন হামজা। তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ছবিগুলোতে দেখা যায়, স্টেডিয়ামে ঈদের নামাজ আদায় করেছেন তিনি। কালো জোব্বা, কালো মাফলারে নিজেকে জড়ানো হামজার হাতে শোভা পেয়েছে ফিলিস্তিনের পতাকাখচিত ব্রেসলেট। যা দেশটির প্রতি আবারও হামজার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।