গাজায় যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান ফিলিস্তিনের

গাজার জনগণের ওপর ইসরায়েলের হামলা ও অনাহার বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘নির্মূল, বাস্তুচ্যুতি ও দখলদারিত্বের অপরাধ’ বন্ধ করতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির জন্য রাজনৈতিক, কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা জোরদার করছে। খবর আলজাজিরার।
মন্ত্রণালয় বলেছে, গাজায় সম্প্রতি জাতিসংঘের দুর্ভিক্ষ ঘোষণার পর বিভিন্ন দেশের উচিত তাদের ‘আইনি ও নৈতিক দায়িত্ব’ পালন করা ও এই দুর্ভিক্ষ বন্ধে ব্যবস্থা গ্রহণ করা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় এই দুর্ভিক্ষ ‘প্রাকৃতিক নয় বা সম্পদের অভাবের কারণেও সৃষ্টি হয়নি। বরং, এটি ইসরায়েলের একটি ‘ইচ্ছাকৃত নীতি’, যা যুদ্ধের অস্ত্র হিসেবে অনাহারকে ব্যবহার করার অপরাধের অন্তর্ভুক্ত।
মন্ত্রণালয় গাজায় জীবন বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘দৃঢ় এবং বাধ্যতামূলক বাস্তব ব্যবস্থা’ গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত ২৭ মে থেকে জিএইচএফ (গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন) প্রকল্প চালু হওয়ার পর থেকে সাহায্য চাইতে গিয়ে দুই হাজার ৭৬ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ১৫ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হামলার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল গাজায় ৬২ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।