জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রোববার (২০ এপ্রিল) টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে চলতি বছর বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট খেলছে।
গত বছর পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশের স্মৃতি আছে বাংলাদেশের। দেশের বাইরে হলেও নতুন বছরে সেটি প্রেরণা দেবে দলকে। দল হিসেবে পাকিস্তানের চেয়ে বেশ পিছিয়ে জিম্বাবুয়ে। অন্যদিকে, গত এক দশকে বাংলাদেশও হয়ে উঠেছে সমীহ জাগানিয়া। সবমিলিয়ে ভালো কিছুর প্রত্যাশা ভক্তদের।
বাংলাদেশ অধিনায়ক শান্তও চান, প্রতিপক্ষ নিয়ে না ভেবে ভালো খেলতে। দলের সবাই সেভাবেই প্রস্তুত হয়েছে বলে জানান তিনি৷ অন্যদিকে, লড়াইয়ের আভাস দিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনও।
টেস্ট ফরম্যাটে মোট ১৮ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ। হেরেছে ৭টিতে। বাকি ৩টি টেস্ট ড্র হয়েছে।।