লিড নিয়ে বাংলাদেশের চোখ এখন সামনের দিকে

জিম্বাবুয়ের বোলারদের সুযোগ দিচ্ছে না বাংলাদেশ। ব্যাটাররা খেলছেন ধীরস্থিরভাবে। ভুল করছেন না। বাজে বল সীমানা ছাড়া করার পাশাপাশি ভালো বলে ডিফেন্স করছেন। টপ অর্ডারের গড়ে দেওয়া ভিতে মিডল অর্ডারের চেষ্টা দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার। এরমধ্যে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২২৭ রান টপকে আরও খানিকটা পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ।
৩ উইকেটে ২০৫ রান নিয়ে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দ্বিতীয় দিনের শেষ সেশন শুরু করে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ব্যক্তিগত ২৩ রানে নিক ওয়েলচকে ক্যাচ দেন ভিনসেন্ট মাসেকেসার বলে। ততক্ষণে অবশ্য বাংলাদেশ নিয়েছে ৩২ রানের লিড। ২৫৯ রানে চতুর্থ উইকেট হারানোর পর পঞ্চম উইকেট দ্রুতই হারিয়েছে স্বাগতিকরা। মাসেকেসাকে ফিরতি ক্যাচ দিয়ে ৫ রানেই সমাপ্ত হয় জাকের আলী অনিকের ইনিংস।
হঠাৎ ছন্দপতন বাংলাদেশের
নিজেদের ফিরে পেতে শুরু করেছিলেন বাংলাদেশের ব্যাটাররা। সাদমানের ব্যাটে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। পেলেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা। চার বছর পর আবারও সেঞ্চুরির স্বাদ নিলেন এই ওপেনার। মধ্যাহ্ন বিরতির পর এনামুল হক বিজয়ের উইকেট হারালেও মুমিনুল হককে নিয়ে রানের চাকা সচল রাখেন তিনি। উদ্বোধনী জুটিতে এসেছিল ১১৮ রান। দ্বিতীয় উইকেটে আসে ৭৬ রান।
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের পর প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫৭ ওভারে ৩ উইকেটে ২০৫ রান। জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে আছে ২২ রানে। দ্বিতীয় সেশনে বাংলাদেশ ৩১ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে তুলেছে ১০০ রান।
সেশনের শেষ দিকে হঠাৎ ছন্দপতন ঘটে। দ্রুতই দুই উইকেট হারায় বাংলাদেশ। পরপর দুই বলে বিদায় নেন সেট ব্যাটার মুমিনুল ও সাদমান। বেন কারানের ক্যাচ বানিয়ে মুমিনুলকে ফেরান ওয়েলিংটন মাসাকাজদা। মুমিনুলের ব্যাট থেকে আসে ৩৩ রান। পরের ওভারের প্রথম বলে সাদমানকে লেগ বিফোরে ফাঁদে ফেলেন ব্রায়ান বেনেট। আউট হওয়ার আগে ১৬টি চার ও ১ ছক্কায় ক্যারিয়ার সেরা ১২০ রান করেন সাদমান।
সাদমানের শতকে ছুটছে বাংলাদেশ
রিচার্ড এনগারাভার বলটা দারুণ ড্রাইভে সীমানার বাইরে পাঠালেন সাদমান ইসলাম। বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হলো ৪ রান। ৯৬ রানে থাকা সাদমানের রান স্পর্শ করল তিন অঙ্কের ঘর। পেলেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা। চার বছর পর আবারও সেঞ্চুরির স্বাদ নিলেন এই ওপেনার। প্রথম শতকটিও এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষেই। ১৪২ বলে সেঞ্চুরি তোলার পথে ১৬টি চার মেরেছেন সাদমান।
বাংলাদেশের উদ্বোধনী জুটিতে এসেছে ১১৮ রান। ৩২ ইনিংস পর ওপেনিংয়ে সেঞ্চুরি জুটির দেখা পেয়েছে বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানির বলে লেগ বিফোর হওয়ার আগে বিজয়ের ব্যাট থেকে আসে ৩৯ রান। প্রায় তিন বছর পর টেস্টে ফেরা বিজয়ের এটি বাংলাদেশের জার্সিতে নিজের সর্বোচ্চ।
ওপেনিংয়ের ছন্দে ফেরা
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছে ২৬ ওভারে বিনা উইকেটে ১০৫ রান। দুই ব্যাটার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় মিলে জিম্বাবুয়ে বোলারদের কোনো সুযোগ দেননি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালের শুরুতে মুখোমুখি হওয়া প্রথম বলটাই হয়ে রইল জিম্বাবুয়ের শেষ। টেস্টের দ্বিতীয় দিনে তাইজুল ইসলামের বলে জাকের আলী অনিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্লেসিং মুজারাবানি। তাতে শেষ হয় সফরকারীদের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে আজ সকালে ৯০.১ ওভারে ২২৭ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে।