চট্টগ্রাম টেস্ট
বাংলাদেশের বড় সংগ্রহ

দিন শুরু হয়েছিল বড় লিডের স্বপ্ন নিয়ে। মেহেদী হাসান মিরাজ নিরাশ করেননি। চট্টগ্রাম টেস্টে ইতোমধ্যে চালকের আসনে বাংলাদেশ। জায়গাটা আরও পোক্ত করেছেন মিরাজ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে আজ বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশের সংগ্রহ ১১৪ ওভারে ৮ উইকেটে ৪০৪ রান। লিড ১৭৭ রানের। এই সেশনে ২৭ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১১৩ রান।
দ্বিতীয় দিনের ৭ উইকেটে ২৯১ রান নিয়ে আজ প্রথম ইনিংসে মাঠে নামে বাংলাদেশ। মিরাজকে ভালো সঙ্গ দেওয়া তাইজুল ইসলাম বিদায় নেন দলীয় ৩৪২ রানে। ভিনসেন্ট মাসেকেসার বলে তাফাজওয়া সিগার স্ট্যাম্পিংয়ে পরিণত হন ২০ রান করা তাইজুল। ভাঙে ৬৩ রানের জুটি।
একপ্রান্ত আগলে রাখেন মিরাজ। এই অলরাউন্ডারের ব্যাটে ৪০০ রানের ঘর পার করেছে বাংলাদেশ। লিড বাড়ানোর পাশাপাশি মিরাজ স্বপ্ন দেখছেন সেঞ্চুরির। ৭৬ রানে অপরাজিত থেকে বিরতিতে গেছে বাংলাদেশ। তার সঙ্গে ২৯ রানে ব্যাট করছেন তানজিম হাসান সাকিব। এই জুটিতে এসেছে ৬২ রান।
এর আগে গতকাল দীর্ঘদিন পর ওপেনাররা হাসি ফুটিয়েছেন মুখে। সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ১১৮ রান। মধ্যাহ্ন বিরতির পর এনামুল হক বিজয়ের উইকেট হারায় বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানির বলে লেগ বিফোর হওয়ার আগে বিজয়ের ব্যাট থেকে আসে ৩৯ রান। প্রায় তিন বছর পর টেস্টে ফেরা বিজয়ের এটি বাংলাদেশের জার্সিতে নিজের সর্বোচ্চ। আউট হওয়ার আগে ১৬টি চার ও ১টি ছক্কায় ক্যারিয়ার সেরা ১২০ রান করেন সাদমান। টেস্টে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।