আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ

সিরিজটি হতে পারত বাংলাদেশের নিজেদের ঝালিয়ে নেওয়া সুযোগ। অথচ, সেই সিরিজেই লজ্জায় ডুবল লিটন-শান্তরা। সংযুক্ত আরব আমিরাতের কাছে বুধবার (২১ মে) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে।
আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান করে বাংলাদেশ। জবাবে ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে আরব আমিরাত।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ এদিন শুরুটা ভালো করতে পারেনি। পারভেজ হোসেন ইমন ফেরেন শূন্য রানে। তানজিদ তামিম অবশ্য ঝড় তোলের এদিনও। ১৮ বলে সমান ৪টি করে চার ও ছক্কায় ৪০ রান করেন তিনি। ইমনসহ তিনজন ফেরেন রানের খাতা খোলার আগেই। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান আসে জাকের আলী অনিক। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ করেন তামিম।
অধিনায়ক লিটন দাস বিদায় নেন ১০ বলে ১৪ রানে। শেষ দিকে হাসান মাহমুদ ১৫ বলে অপরাজিত ২৬ রান এবং শরিফুল ইসলামের ৭ বলে ১৬ রানে বাংলাদেশ পার করে ১৬০ রানের ঘর।
১৬৩ রানের লক্ষ্য শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খুব বড় নয়। আগের ম্যাচেই বাংলাদেশের ২০৫ রান তাড়া করে জিতেছিল স্বাগতিকরা। এদিনও আরব আমিরাত হেসেখেলেই তুলে নেয় জয়। জয়ের পথে ৪৭ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন আলিশান শরাফু। আসিফ খান খেলেন ২৬ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস।