ইমনের সেঞ্চুরিতে বাংলাদেশের বিশাল সংগ্রহ

টসের পর সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক বলেছিলেন, বাংলাদেশকে অল্পতে থামাতে চান তারা। একটা সীমারেখাও এঁকেছিলেন স্বাগতিক অধিনায়ক—আটকাতে চান ১৪০-১৫০ এর ঘরে। তবে, বাংলাদেশ সেটি হতে দেয়নি। পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান তোলে বাংলাদেশ।
টস হেরে ব্যাটিংয়ে নামা সফরকারীদের শুরুটা ভালো হয়নি। বরাবরের মতো ব্যর্থ ওপেনিং। ১৩ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। মতিউল্লাহ খানের অফস্ট্যাম্পের অনেক বাইরের বলে উইকেটে পেছনে রাহুল চোপড়ার হাতে ক্যাচ তুলে দেন তানজিদ হাসান তামিম। ৯ বলে ১০ রানে থামে তার ইনিংস। সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন দাস। ৮ বলে ১১ করে মোহাম্মদ জাওয়াদউল্লাহর বলে লেগবিফোর হন।
তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়কে নিয়ে মরুর বুকে ঝড় তোলেন ইমন। ৫৩ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি। ৯টি ছক্কা ও ৫টি চারে সাজানো ইমনের অনবদ্য ইনিংসটি থামে সেঞ্চুরি করার পরের বলেই। তাকে বোল্ড করেন জাওয়াদউল্লাহ।
ইমন ছাড়া বলার মতো সংগ্রহ আসলে করতে পারেননি কেউ। ১৫ বলে ২০ করেন হৃদয়, জাকের আলী অনিক বিদায় নেন ১৪ বলে ১৩ রানে। একপ্রান্তে ইমন একাই লড়ে গেছেন। বাংলাদেশকে এনে দিয়েছেন সন্তোষজনক পুঁজি।
আরব আমিরাতের পক্ষে জাওয়াদউল্লাহ নেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ১৯১/৭ (তামিম ১০, ইমন ১০০, লিটন ১১, হৃদয় ২০, মেহেদি ২, জাকের ১৩, শামীম ৬, সাকিব ৭* তানভীর ১*; ধ্রুব ৪-০-৩১-১, মতিউল্লাহ ৪-০-৪৬-১, হায়দার ৪-০-৩০-০, জাওয়াদ ৪-০-২১-৪, সঞ্চিত ১-০-১৮-০, জুহাইব ৩-০-৩৬-১)।