দারুণ জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

একটা সময় মনে হচ্ছিল, সংযুক্ত আরব আমিরাত বুঝি ম্যাচটা বের করে নেবে। স্বাগতিক অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও রাহুল চোপড়া মিলে যেভাবে ছোটাচ্ছিলেন রানের চাকা, তা মনে হওয়া অস্বাভাবিক নয়। তবে, বাংলাদেশের বোলাররা তা হতে দেননি। ওয়াসিম ও রাহুলকে ফিরিয়ে ম্যাচ নিজেদের দিকে টেনে আনেন বোলাররা। এরপর আর ছুটতে দেননি ম্যাচের লাগাম। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শনিবার (১৭ মে) আরব আমিরাতকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ।
টসে হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ১৬৪ রানে অলআউট হয়েছে আরব আমিরাত। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে আগ্রাসী স্বাগতিকরা। ওপেনার মোহাম্মদ জোহাইবকে হাসান মাহমুদ দ্রুতই ফেরান। ৯ বলে ৯ করে জোহাইব ফিরলেও আরেক ওপেনার ওয়াসিম শাসন করেছেন বাংলাদেশি বোলারদের। আউট হওয়ার আগে ৩৯ বলে ৫৪ রান করে দলের ভিত মজবুত করেন অধিনায়ক। উইকেটরক্ষক রাহুল চোপড়ার ২২ বলে ৩৫ কিংবা আসিফ খানের ২০০ স্ট্রাইক রেটে ২১ বলে ৪২ রান চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে।
ওয়াসিম ও রাহুলকে ফিরিয়ে বাংলাদেশকে চালকের আসনে বসান তানজিম সাকিব। তাকে সঙ্গ দেন হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৩৩ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন হাসান। মুস্তাফিজ ও সাকিব দুজনই নেন ২টি করে উইকেট। ২ উইকেট পেলেও ৪ ওভারে ৫৫ রান দিয়েছেন শেখ মেহেদি। তানভীর নিয়েছেন ১ উইকেট।
টস হেরে ব্যাটিংয়ে নামা সফরকারীদের শুরুটা ভালো হয়নি। বরাবরের মতো ব্যর্থ ওপেনিং। ১৩ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। মতিউল্লাহ খানের অফস্ট্যাম্পের অনেক বাইরের বলে উইকেটে পেছনে রাহুল চোপড়ার হাতে ক্যাচ তুলে দেন তানজিদ হাসান তামিম। ৯ বলে ১০ রানে থামে তার ইনিংস। সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন দাস। ৮ বলে ১১ করে মোহাম্মদ জাওয়াদউল্লাহর বলে লেগবিফোর হন।
তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়কে নিয়ে মরুর বুকে ঝড় তোলেন ইমন। ৫৩ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি। ৯টি ছক্কা ও ৫টি চারে সাজানো ইমনের অনবদ্য ইনিংসটি থামে সেঞ্চুরি করার পরের বলেই। তাকে বোল্ড করেন জাওয়াদউল্লাহ।
ইমন ছাড়া বলার মতো সংগ্রহ আসলে করতে পারেননি কেউ। ১৫ বলে ২০ করেন হৃদয়, জাকের আলী অনিক বিদায় নেন ১৪ বলে ১৩ রানে। একপ্রান্তে ইমন একাই লড়ে গেছেন। বাংলাদেশকে এনে দিয়েছেন সন্তোষজনক পুঁজি।
আরব আমিরাতের পক্ষে জাওয়াদউল্লাহ নেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ১৯১/৭ (তামিম ১০, ইমন ১০০, লিটন ১১, হৃদয় ২০, মেহেদি ২, জাকের ১৩, শামীম ৬, সাকিব ৭* তানভীর ১*; ধ্রুব ৪-০-৩১-১, মতিউল্লাহ ৪-০-৪৬-১, হায়দার ৪-০-৩০-০, জাওয়াদ ৪-০-২১-৪, সঞ্চিত ১-০-১৮-০, জুহাইব ৩-০-৩৬-১)।
সংযুক্ত আরব আমিরাত : ২০ ওভারে ১৬৪/১০ (জোহাইব ৯, ওয়াসিম ৫৪, আলিশান ১, রাহুল ৩৫, আসিফ ৪২, ধ্রুব ৩, সঞ্চিত ৪, জুহাইব ০, হায়দার ০, মতিউল্লাহ ০*, জাওয়াদ ৬; সাকিব ৪-০-২২-২, মেহেদি ৪-০-৫৫-২, হাসান ৪-০-৩৩-৩, মুস্তাফিজ ৪-০-১৭-২, তানভীর ৪-০-৩০-১)
ফল : বাংলাদেশ ২৭ রানে জয়ী।